জাভির চেয়ে বার্সেলোনাকে বেশি ধারণ করেন এনরিকে

সতীর্থ ছিলেন তাঁরা দীর্ঘদিন, যত দিন থাকলে অনেকে সতীর্থ থেকে দারুণ বন্ধুও হয়ে ওঠেন।
লুইস এনরিকে আর জাভি ও রকম বন্ধু হয়ে উঠেছিলেন কি না, ঠিক জানা যায়নি। তবে পারস্পরিক শ্রদ্ধা কখনো কম ছিল না। তবে সতীর্থ বা বন্ধু যখন প্রতিপক্ষ হয়ে যায়, তখন বোধ হয় পুরোনো সম্পর্ক একটু দূরে সরিয়ে রেখেই ভাবতে হয়। যেমনটা লুইস এনরিকে এখন ভাবছেন। তাই তো আজ চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে এনরিকে বলে দিলেন, বার্সেলোনার দর্শন জাভি যতটা ধারণ করেন, তার অনেক চেয়ে বেশি ধারণ করে তিনি।

পিএসজির কোচ লুইস এনরিকে

বার্সেলোনার দর্শনের প্রসঙ্গটা এসেছে দুজনের অতীতের কারণেই। দুজনই তো একসময়ের বার্সেলোনা খেলোয়াড়। এনরিকে বার্সেলোনায় খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত। আর বার্সার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা জাভি মূল দলে যোগ দেন ১৯৯৮ সালে, খেলেছেন ২০১৫ পর্যন্ত।

১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তাই দুজন সতীর্থই ছিলেন। পরে এনরিকে বার্সার কোচ হয়ে ফিরেছেন ২০১৪ সালে। তাঁর অধীনেই ২০১৪-১৫ মৌসুমে ট্রেবলসহ পাঁচটি ট্রফি জেতে বার্সা। জাভিরও বার্সেলোনা ক্যারিয়ারের সেটাই শেষ মৌসুম। পরে সেই জাভিও বার্সেলোনার কোচ হয়ে ফিরলেন ২০২১ সালে, বিদায় নেবেন এই মৌসুম শেষে। বার্সেলোনার বল ধরে রেখে খেলা, ছোট ছোট পাসে আক্রমণ গড়া, যেটা একসময় ‘তিকিতাকা’ হিসেবে পরিচিত ছিল, সেই দর্শনের সঙ্গে তাই দুজনই ভালো পরিচিত।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ


এনরিকে এখন পিএসজির কোচ। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আজ এনরিকের পিএসজির মুখোমুখি জাভির বার্সেলোনা। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনায় দুজনের খেলোয়াড়ি ও কোচিং–জীবনের প্রসঙ্গ আসার কথা ছিল, এসেছেও।

এনরিকেকে জিজ্ঞেস করা হয়েছিল, বার্সেলোনার ফুটবল–দর্শন কে বেশি ধারণ করেন, তিনি নাকি জাভি? উত্তরে এনরিকে সরাসরিই বলেছেন, ‘সন্দেহাতীতভাবে আমি। আপনারা পরিসংখ্যান দেখুন। বলের দখল, গোলের সুযোগ তৈরি করা, হাই প্রেস ফুটবল কিংবা ট্রফির সংখ্যা—সবকিছুই দেখুন। এটা কোনো মতামত নয়। তথ্য-উপাত্ত তো আপনাদের সামনেই। এটা নিয়ে বিতর্কের সুযোগই নেই। কেউ কেউ ভিন্নভাবে ভাবতে পারেন কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
জাভিকে যেহেতু সতীর্থ ও শিষ্য—দুই ভূমিকাতেই পেয়েছেন, এটা কতটা সুবিধা দেবে আজ মুখোমুখি হওয়ার আগে? এই প্রশ্নে এনরিকের উত্তর, ‘আমি তো কোচ জাভিকে দেখিনি। আমি ওকে খেলোয়াড় হিসেবে দেখেছি। তবে আমি বার্সেলোনা ক্লাবটাকে খুব ভালো চিনি কিন্তু কোচ জাভিকে খুব একটা চিনি না। বার্সেলোনাকে চেনা কোনো সুবিধা কি না, জানি না। উল্টোও তো হতে পারে!’

বার্সেলোনার দর্শন ধারণ করার বিষয়ে এনরিকের কথাটা পরে শুনেছেন জাভিও। তাঁর সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা তুলে এনরিকের মন্তব্যটা জানানোর পর জাভি শুধু বলেছেন, শুধু তিনি আর এনরিকে নন, চ্যাম্পিয়নস লিগে এখন চারজন কোচ আছেন, যা×রা বার্সেলোনার দর্শন ধারণ করেন। মনে করিয়ে দিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা ও আর্সেনাল কোচ মিকেল আরতেতার কথা।
এনরিকেকে নিয়ে জাভির কথা, ‘আমার সঙ্গে তার ভালো সম্পর্ক। আমি ওকে শ্রদ্ধা করি। ও বিশ্বের সেরা কোচদের একজন এবং এমন একটা দলে আছে, যারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে।’