এল সাদারে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে। এ ম্যাচে হারার পর জরিমানাও গুনতে হচ্ছে ওসাসুনাকে। গ্যালারি থেকে সমর্থকদের ‘ছোড়া’ ‘বস্তু’ই এই জরিমানার কারণ।
ম্যাচের ৬৪ মিনিটে হঠাৎ করেই খেলা বন্ধ করে দিতে হয় রেফারিকে। কারণ সেই ‘বস্তু’। রিয়াল মাদ্রিদের রদ্রিগো রেফারিকে বলেন, কেউ একজন গ্যালারি থেকে কিছু একটা মাঠে ছুড়ে ফেলেছে। পরে দেখা যায়, ছোড়া বস্তু আর কিছুই নয়, আস্ত একটা স্যান্ডউইচ। রেফারি সেটি সাইডলাইনের বাইরে রেখে এলে খেলা শুরু হয়। তার আগে অবশ্য গ্যালারি থেকে জিনিস ছোড়ার পরিণাম সম্পর্কে দর্শকদের সাবধান করে দেওয়া হয় এক ঘোষণায়। লা লিগার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, স্যান্ডউইচটি কাউকে ‘আঘাত’ করেনি। তবে ওসাসুনাকে শাস্তি পেতেই হচ্ছে তাঁর সমর্থকের ছোড়া স্যান্ডউইচের কারণে। ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে তাঁদের।
কাল সাদার স্টেডিয়ামের পরিবেশ অবশ্য মোটেও সুবিধার ছিল না। স্যান্ডউইচ ছোড়ার বাইরেও ওসাসুনার দর্শকদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিক দিয়ে। রিয়ালের ভিনিসিয়ুসকে অশ্রাব্য গালি দেওয়ার অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এমনকি ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার ‘মৃত্যু কামনা’ করে গ্যালারিতে গানও ধরেছিলেন ওসাসুনা সমর্থকেরা।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। তখনই গ্যালারিতে থাকা কেউ একজন ভিনিসিয়ুসকে গালি দিতে শুরু করেন।
ভিনিসিয়ুসের সহায়তায় গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফেদে ভালভের্দে। দ্বিতীয় গোলটি মার্কো আসেনসিওর। ম্যাচের একপর্যায়ে ওসাসুনার অ্যাটাকিং মিডফিল্ডার মোই গোমেজের সঙ্গে কথা–কাটাকাটিতেও জড়িয়ে পড়েছিলেন ব্রাজিল তারকা।