রোনালদোর নতুন উদ্‌যাপন
রোনালদোর নতুন উদ্‌যাপন

১০০০তম ম্যাচ, বছরের প্রথম গোল, রোনালদোর নতুন উদ্‌যাপন

সৌদি প্রো লিগে দুটো দলের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোল করতে পারেননি। তাঁর একটি আল ফাইহা। গতকাল এই দলের বিপক্ষেই এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল রোনালদোর ক্লাব আল নাসর। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, এ ম্যাচেও বুঝি আল ফাইহা রোনালদোকে রুখে দেবে!

তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। রোনালদো ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। চলতি বছরে এটি রোনালদোর প্রথম গোল। আর রোনালদোর ক্লাব ক্যারিয়ারেও এটা ছিল ১০০০তম ম্যাচ। ২০০২ থেকে ২০২৪—প্রতিবছরেই গোল করেছেন এই পর্তুগিজ তারকা।

নতুন বছরে প্রথম গোল করে নতুনভাবে উদ্‌যাপনও করেছেন পর্তুগিজ তারকা। সাধারণত বল জালে পাঠিয়ে কিছু দূর দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন রোনালদো, যা তাঁর ট্রেডমার্ক উদ্‌যাপন।

তবে গতকাল রাতের ম্যাচে গোল করে উদ্‌যাপনে কিছুটা বদল এনেছেন তিনি। এবার আর আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেননি। উল্টো বুকের ওপর রেখেছেন হাত। অনেকেই এটাকে শান্তির প্রতীক হিসেবে দেখছেন।

লিগ পয়েন্ট তালিকায় ১৪ নম্বর দল ফাইহার বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ মিস করেন রোনালদো। তবে ৮১ মিনিটে দারুণ এক গোলে পুষিয়ে দেন। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ফাইহা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান।

ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৭৪তম গোল। আগামী বুধবার রিয়াদে টুর্নামেন্টের ফিরতি লেগে মাঠে নামবে দুই দল। এর আগে চোট কাটিয়ে সিজন কাপের ফাইনালে মাঠে ফেরেন রোনালদো। সেই ম্যাচে আল হিলালের কাছে তাঁর দল হেরেছিল ২-০ গোলে।

গোল করে দলকে জিতিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘শেষ ষোলো শুরু হলো জয় দিয়ে। দারুণ কাজ, দল।’