বিশ্বকাপের ছবি

হলুদ ঢেউ আর সাম্বার উৎসবে মন মাতানো ব্রাজিল

শুরুতে একটু এলোমেলো লাগছিল ব্রাজিলকে। কিন্তু সেটা কাটিয়ে ব্রাজিল সেই চিরচেনা ব্রাজিল হয়ে উঠতে সময় নিল না। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে তো মন ভরানো ফুটবলই খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সার্বিয়ার জালে দিয়েছে ২টি গোলও। সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলেই জিতেছে ব্রাজিল। এর মধ্যে রিচার্লিসনের করা ম্যাচের দ্বিতীয় গোলটা তো টুর্নামেন্টের সেরা গোলের মধ্যেই থাকবে। ছবিতে ব্রাজিল-সার্বিয়া ম্যাচের গল্প-
ব্রাজিলের একাদশ
গ্যালারিতে হলুদ ঢেউ
বল দখলের লড়াইয়ে নেইমারের জার্সি টেনে খুলে ফেলছেন সার্বিয়ার সাসা লুকিচ
কান পেতে কী শুনছেন নেইমার?
রাফিনিয়ার গোল নষ্ট করার হতাশা
খ্যাপা ব্রাজিল কোচ তিতে
বল দখলের লড়াই
রিচার্লিসনের প্রথম গোলের পর
রিচার্লিসনের উদযাপন
অসাধারণ বাই সাইকেল কিকে রিচার্লিসনের দুই নম্বর গোল
চোখে লেগে থাকা সেই গোলের মুহূর্ত
ব্রাজিলের সমর্থকেরা খুশি
ব্রাজিলের জয় উদযাপন