ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের জার্সিতেও উজ্জ্বল
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের জার্সিতেও উজ্জ্বল

৪১ পেরিয়েও আল নাসরেই খেলবেন রোনালদো, দাবি সংবাদমাধ্যমের

কদিন আগেই ৪০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে বয়সে বেশির ভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে অবসর সময় কাটান, সে বয়সে আরও গোল করবেন বলে কোমর বেঁধে প্রস্তুত হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ৪০ পেরোনোর পর এরই মধ্যে অবশ্য গোল করা শুরুও করে দিয়েছেন রোনালদো।

ক্যারিয়ারের হাজারতম গোলকে পাখির চোখ করা রোনালদো এরই মধ্যে পৌঁছে গেছেন ৯২৫–এ। অর্থাৎ ম্যাজিক সংখ্যা থেকে আর ৭৫ গোল দূরে দাঁড়িয়ে তিনি। ৪০ পেরোনো রোনালদোর জন্য ৭৫ গোল করা সহজ নয়। তবে ‘সিআর সেভেন’ সহজেই যে হাল ছাড়ছেন না, সেটা স্পষ্ট।

১০০০ গোলের লক্ষ্য সামনে রেখেই হয়তো ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছেন রোনালদো। এর অর্থ সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন রোনালদোর বয়স হবে প্রায় সাড়ে ৪১ বছর, অবিশ্বাস্যই বটে। এর মধ্যেই নতুন করে রোনালদোর এক বছরের জন্য চুক্তি বাড়াতে রাজি হওয়ার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রোনালদোর চুক্তি বাড়ানো নিয়ে আল নাসরের ভেতরের এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। সামনের দিনগুলোয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’ রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।

সৌদি লিগ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো
রয়টার্স

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে রোনালদো করেছেন ৮২ গোল। এর মধ্যে গত আগস্টে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেছিলেন, তিনি আল নাসরের হয়ে খেলেই পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চান, যেটা হতে পারে শিগগির কিংবা দু–তিন বছরের মধ্যে।

৪০ পেরিয়েও দারুণভাবে ফিটনেস ধরে রাখা রোনালদোর জন্য আরও দু–তিন বছর খেলা চালিয়ে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তুলনামূলকভাবে অনেক তরুণ ফুটবলারের চেয়েও রোনালদো ফিটনেসে অনেক এগিয়ে।

এর সঙ্গে যোগ করা যায় তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতাকেও। আরও এক–দুই বছর এই দুইয়ের মেলবন্ধন ঠিকঠাক থাকলে রোনালদোর জন্য হাজারতম গোলের স্বপ্নপূরণ একেবারেই কঠিন হবে না।