রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যে দলই হারুক, মেনে নিতে পারে না। গতকাল যেমন এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর তা মেনে নিতে পারেনি বার্সেলোনা।
দলটির সভাপতি হোয়ান লাপোর্তা তো ম্যাচ শেষে চলে গিয়েছিলেন রেফারিদের ড্রেসিংরুমে। ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তের জবাবদিহি চেয়েছেন তিনি। রেফারি সানচেজ মার্তিনেজ তাঁর ম্যাচ শেষের প্রতিবেদনে সেটা উল্লেখও করেছেন।
ম্যাচে রেফারির দুটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল লাপোর্তার। দুটিই পেনাল্টি-সংক্রান্ত। ম্যাচের একটি মুহূর্তে রিয়াল মাদ্রিদের বক্সের মধ্যে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে ফেলে দিয়েছিলেন দানি কার্ভাহাল।
বার্সেলোনার খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরে পেনাল্টির আবেদন করেছিল। কিন্তু তাঁদের সেই আবেদনে সাড়া দেননি মার্তিনেজ।
পেনাল্টি নিয়ে ম্যাচের দ্বিতীয় ঘটনাটি যোগ করা সময়ের। বার্সেলোনার পেনাল্টি বক্সে রদ্রিগোকে মাড়িয়ে দিয়েছিলেন এরিক গার্সিয়া। রেফারি মার্তিনেজ পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগো। এর খানিক পরই শেষ বাঁশি বাজান রেফারি।
এ দুই সিদ্ধান্তের একটিও মানতে পারেননি লাপোর্তা। ম্যাচ শেষে সোজা রেফারিদের ড্রেসিংরুমে চলে যান তিনি। বারবার রেফারিকে প্রশ্ন করেন—এমনটা তিনি কেন করলেন!
ম্যাচ শেষে রেফারি তাঁর প্রতিবেদনে অন্যান্য ঘটনা বিভাগে এ নিয়ে লিখেছেন, ‘ম্যাচ শেষে রেফারিদের দল ড্রেসিংরুমে আসে। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাও সেখানে এসে উপস্থিত হন। বারবার তিনি ম্যাচের কয়েকটি ঘটনার ব্যাখ্যা চান। একটা পর্যায়ে আর কোনো ঘটনা না ঘটিয়ে রেফারিদের ড্রেসিংরুম থেকে চলে যেতে বলা হয়েছে।’