কনকাকাফ নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল মেক্সিকোকে ২–০ গোলে হারিয়েছে হন্ডুরাস। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরের আহত হওয়ার ঘটনা। ম্যাচ শেষে হন্ডুরাস সমর্থকদের ছোড়া বিয়ারের বোতলের আঘাতে আগুইরের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
নিজেদের মাঠ জেনারেল ফ্রান্সিসকো মোরাজান স্টেডিয়ামে গতকালের ন্যক্কারজনক এই ঘটনায় জড়িতদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানালেও মেক্সিকো কোচ আগুইরকে দায়ী করেছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন (এফএফএইচ)। তাদের দাবি, ডাগআউটে দাঁড়ানো আগুইর ম্যাচের শুরু থেকে হন্ডুরাস সমর্থকদের অপমান করে আসছিলেন ও সহিংস আচরণের জন্য উসকানি দিয়ে আসছিলেন। আগুইরের প্ররোচনাতেই কিছু সমর্থক তাঁকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারেন।
বাংলাদেশ সময় আজ সকালে এফএফএইচ এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘হন্ডুরাস সমর্থকদের একটি ছোট গোষ্ঠী এটা করেছে, যা আমাদের সমর্থকদের সম্মানজনক আচরণের প্রতিনিধিত্ব করে না। বিচ্ছিন্ন এই কর্মকাণ্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। নিন্দনীয় ঘটনাটি স্টেডিয়ামে উপস্থিত বেশির ভাগের আচরণকে সংজ্ঞায়িত করে না। তাই ম্যাচ শেষে মেক্সিকান জাতীয় দলের কোচের বিরুদ্ধে হওয়া কার্যকলাপের নিন্দা জানাচ্ছি।’
ফেডারেশনটি এরপর হাভিয়ের আগুইরকে দোষারোপ করে লিখেছে, ‘আমরা একই সঙ্গে স্পষ্টভাবে মেক্সিকান জাতীয় দলের কোচের কথা, অশ্লীল অঙ্গভঙ্গি এবং উসকানিমূলক মনোভাবকে প্রত্যাখ্যান করছি। তিনি ম্যাচের শুরু থেকেই হন্ডুরাস ভক্তদের অপমান করছিলেন ও উসকানি দিয়ে যাচ্ছিলেন। এ ধরনের আচরণ ফুটবলে পুরোপুরি অগ্রহণযোগ্য। কারণ, এটি একটি সুস্পষ্ট উসকানি, সহিংসতায় প্ররোচনা এবং স্টেডিয়ামে বা টেলিভিশনে ম্যাচ দেখা ভক্তদের প্রতি শ্রদ্ধার অভাবকে জাগিয়ে তোলে। তাই আমরা কনকাকাফকে দৃঢ়ভাবে আইন প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। কোচদের মর্যাদা জনপ্রিয় ব্যক্তিদের মতো হওয়ায় তাঁদের শিক্ষা ও ভালো আচরণের উদাহরণ হওয়া উচিত। আমরা ফেয়ার প্লে এবং ক্রীড়া মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ।’
এফএফএইচ দায়টা মেক্সিকান কোচকেও দিলেও সহজে পার পাওয়ার সুযোগ নেই। উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ) ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে ঘটনাটি তদন্তের জন্য তাদের শৃঙ্খলা কমিশনকে নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে কনকাকাফ জানিয়েছে, ‘আমরা দল ও সমর্থকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকি। ফুটবলে এমন সহিংস আচরণের কোনো স্থান নেই।’
হন্ডুরাস কোচ রেইনালদো রুয়েদা দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এ ধরনের ঘটনা আবার ঘটতে পারে না। শুধু এখানে কিংবা হন্ডুরাসের অন্য স্টেডিয়ামে নয়, বিশ্বের কোনো স্টেডিয়ামেই এটা ঘটতে পারে না। তাঁর (হাভিয়ের আগুইর) সঙ্গে হওয়া ঘটনায় আমি দুঃখিত। যেহেতু তারা (প্রতিপক্ষ) কোচকে আঘাত করেছে, তারা আমাকেও আঘাত করতে পারত। যে মুহূর্তে তাঁর মাথায় (বোতলের আঘাত) লাগে, ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে অভিনন্দন জানাতে আসছিলেন।’
কনকাকাফ নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ আগামী বুধবার মেক্সিকোর মাঠ নেমেসিও দিয়েজ স্টেডিয়ামে। সেমিফাইনালে উঠতে হলে সেই ম্যাচে মেক্সিকোকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে হন্ডুরাসকে হারাতে হবে।