দারুণ ছন্দে আছেন সালাহ
দারুণ ছন্দে আছেন সালাহ

সিটিকে আরও ডু্বিয়ে সালাহ বললেন, ‘এটাই হয়তো শেষ ম্যাচ’

চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন মোহাম্মদ সালাহ। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহকে যেন থামানোই যাচ্ছে না। টানা ৬ ম্যাচে করেছেন ৭ গোল। লিগে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে ৭টি গোলও বানিয়েছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে সালাহর গোল ১৩টি, গোলে সহায়তা ১১টি। সর্বশেষ গতকাল রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলের জয়ে এক গোল করার পাশাপাশি অন্যটিতে সহায়তা করেছেন সালাহ। লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচ হারল সিটি, সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে পেপ গার্দিওলার দল।

তবে এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও লিভারপুলে সালাহর সময়টা কাটছে অনিশ্চয়তায়। এমনকি আগামী মৌসুমে তাঁর অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকার বিষয়টিও নিশ্চিত নয়। সালাহ নিজেও তাঁর ভবিষ্যৎ নিয়ে একাধিকবার কথা বলেছেন।

জানিয়েছেন, লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। আর এর মধ্যে যদি চুক্তি নবায়ন না হয়, তবে মৌসুম শেষেই হয়তো নতুন ক্লাব খুঁজে নিতে হবে ‘মিসরীয় রাজা’–খ্যাত এই ফুটবলারকে।

এটাই লিভারপুলের হয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে সালাহর শেষ ম্যাচ কি না, জানতে চাইলে স্কাই স্পোর্টসকে এই ফরোয়ার্ড বলেছেন, ‘সত্যি বলতে বিষয়টা আমার মাথায় আছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা স্রেফ উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং তারপর দেখা যাক কী হয়।’

ফন ডাইকের সঙ্গে সালাহর উদ্‌যাপন

এ নিয়ে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন সালাহ। এর আগে গত সপ্তাহে সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পরও লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন সালাহ।

সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা এখন ডিসেম্বরের প্রায় কাছে আছি এবং ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি। এর ফলে আমি যতটা ভেতরে আছি, তার চেয়ে বেশি বাইরে আছি। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকেরা আমাকে ভালোবাসেন। শেষ পর্যন্ত বিষয়টা আমার কিংবা সমর্থকদের হাতে নেই। এখন দেখা যাক কী হয়।’

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সালাহর প্রতিনিধি ও লিভারপুল কর্তৃপক্ষ চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে। যদিও সালাহর চুক্তি নিয়ে আলোচনা সব সময় জটিল এবং সময়সাপেক্ষ হয়।

পেনাল্টি থেকে গোল করেছেন সালাহ

এর আগে সর্বশেষ সালাহ চুক্তি নবায়ন করেছিলেন ২০২২ সালে। নতুন করে চুক্তি নবায়ন না হলে নতুন ক্লাব খোঁজার উদ্যোগ জানুয়ারির শীতকালীন দলবদল থেকেই নিতে পারেন এই মিসরীয় তারকা।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ–এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী সালাহকে ফ্রি ট্রান্সফারে দলে টানতে আগ্রহী পিএসজি। সালাহ নাকি এ বিষয়ে ফরাসি ক্লাবটির সঙ্গে কথাও শুরু করেছেন। দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের শূন্যতা পূরণে সালাহকে নিতে চায় পিএসজি। চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর।