রোনালদো-কনসেইসাওয়ের গোল উদযাপন
রোনালদো-কনসেইসাওয়ের গোল উদযাপন

ইউরো ২০২৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রোনালদোর পর্তুগালের

পর্তুগাল ২ : ১ চেক

ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ ইউরো অভিযান জয় দিয়েই শুরু হলো।

জয় দিয়েই শুরু হওয়ার কথা ছিল অবশ্য। চেক প্রজাতন্ত্রের (এখন অবশ্য ‘চেকিয়া’ নামে পরিচিত) বিপক্ষে এই ম্যাচে পর্তুগালই ফেবারিট ছিল। শুধু এই ম্যাচে নয়, এবারের ইউরোতেই পর্তুগালকে শিরোপার বড় দাবিদার মনে করা হচ্ছে। অধিনায়ক রোনালদো নিজেও বলেছেন, শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না তাঁরা।

সেই রোনালদোর দল লাইপজিগে আজ চেক প্রজাতন্ত্রকে হারাল ২-১ গোলে। তবে এই জয়ে পর্তুগাল মনে হয় না খুব একটা আত্মতৃপ্তি পাবে। ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল, তারপর সেই গোল শোধ করলেও একটা দীর্ঘ সময় মনে হচ্ছিল এই ম্যাচ থেকে ১ পয়েন্টের বেশি পাবে না তারা। তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে ইউরোতে খেলছে পর্তুগাল। খুব স্বাভাবিকভাবেই দলটাকে নিয়ে এবার সমর্থকদের প্রত্যশা অনেক বেশি। হতে পারে এটা রোনালদোর শেষ ইউরো। শেষটা নিশ্চয়ই রাঙ্গিয়ে যেতে চাইবেন তিনিও। তবে প্রথম ম্যাচে রোনালদো বা পর্তুগাল, মন ভরানোর মতো খেলতে পারেনি কেউ।

রোনালদোর উচ্ছ্বাস

চেক প্রজাতন্ত্র অবশ্য ম্যাচের বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। সেই কাজটা তারা করেছেও বেশ ভালোভাবে। বরং ৬২ মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক শটে তারা পর্তুগালকে স্তব্ধ করে দেয়, এগিয়ে যায় ১-০ গোলে।

চেকের উছ্বাস অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের হেড ঝাপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে পারেননি তিনি।সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় চেকের জালেই।

রোনালদোর খুশি

নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। তারপর যোগ হওয়া সময়ে কনসেইসাওয়ের সেই গোল।

এদিন খেলতে নেমেই ইউরর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে গেছেন ৪১ বছর ১১৩ দিন বয়সী পেপে।

তুরস্ক ৩ : ১ জর্জিয়া

এদিকে দিনের অন্য এক ম্যাচে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। ষষ্ঠবারের মতো ইউরো খেলতে আসা তুরস্ক এই প্রথম নিজেদের প্রথম ম্যাচে জয় পেল।