ভুটানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন
ভুটানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন

সুরভীদের ৬ গোলে উড়ে গেল ভুটান

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতকে হারিয়েই। তবু আজ ভুটানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচে কোচ সাইফুল বারী সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন। টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলকে সামনে পেয়ে সুরভী আকন্দ, ফাতেমা আক্তার, থুইনুই ও ক্রানুচিং মারমারাও রীতিমতো ছেলেখেলাই করল। ৬-০ গোলের জয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসটা তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের দল।

কাঠমান্ডুর অদূরে ললিতপুরে আনফা একাডেমিতে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল ভারত অলিখিত সেমিফাইনালে নেপালকে ১০-০ গোলে হারিয়েছে। এক মাসের ব্যবধানে সাফে মেয়েদের আরও একটি বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত।

ঠিক এক মাস আগে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে মঞ্চস্থ হয়েছিল টস-কাণ্ড। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ম্যাচে টাইব্রেকার আর সাডেন ডেথ মিলিয়েও যখন স্কোরলাইনে সমতা, তখন সেই টস-কাণ্ডের কারণে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভুটান

আজ ভুটানের বিপক্ষে বলের দখল পুরো ম্যাচেই নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। নিজেদের মধ্যে পাস খেলে খেলে ভুটানের রক্ষণ ভাঙার প্রচেষ্টা ছিল মেয়েদের। তবে সে তুলনায় গোলের সুযোগ কম তৈরি করতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। স্কোরলাইনটা আরও বড় হলেও হতে পারত। শেষ পর্যন্ত ৬ গোল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। জোড়া গোল পেয়েছেন সুরভী আকন্দ। এই টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছে সুরভী। বাকি ৪টি গোল ফাতেমা, ক্রানুচিং, সাথী মানদা ও থুইনুই মারমার।

ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ৩টি গোলের সঙ্গেই জড়িয়ে ফাতেমা আক্তার। ৩৩ মিনিটে সরাসরি ফ্রি–কিক থেকে সে নিজে গোল করেছে। সুরভীর করা প্রথম গোলে সহায়তাও আছে। ফাতেমার কর্নার থেকেই তৃতীয় গোলটি ক্রানুচিংয়ের।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মমিতা আর অনন্যা মুরমু বীথি নেমেছিল। তারা দুজনও ভালো খেলেছে। বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই মমিতার ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে আসা বলে টোকা মেরে জালে ফেলেন সাথী মানদা (৪-০)। ৬৯ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে গোল করে থুইনুই মারমা (৫-০)।

এই থুইনুই মারমা ক্রানুচিং মারমার সঙ্গে জুটি বেঁধে পুরো ম্যাচে বাংলাদেশের মাঝমাঠকে নিয়ন্ত্রণ করেছে, আগের দুটি ম্যাচেও আক্রমণের উৎস হিসেবে দুর্দান্ত ছিল দলের সহ–অধিনায়ক থুইনুই।

আজ জোড়া গোলের পর টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করাদের তালিকায় শীর্ষে উঠেছে সুরভী

৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করে সুরভী। ভুটানের বক্সের ঠিক মাথায় চার-পাঁচজন ভুটানি ডিফেন্ডারের মধ্যে বল পেয়ে নিজের গতি দিয়ে তাদের পেছনে ফেলে সুরভী। এরপর সেই গতি দিয়ে এগিয়েই বল জালে ঠেলে সে (৬-০)। সুরভী হ্যাটট্রিকও পেতে পারত। ৮২ মিনিটে তার দারুণ এক প্রচেষ্টা কর্নারের বিনিয়মে রক্ষা করে ভুটানের ডিফেন্ডার।

রাউন্ড রবিন লিগের তিন ম্যাচ জেতার পর অনূর্ধ্ব-১৬ দলের বড় পরীক্ষা এখন ফাইনাল। ভারতকে হারানোর পর কোচ সাইফুল বারী বলেছিলেন, ফাইনাল জিতেই উৎসব করবেন, সেই উৎসবের আগে ভুটানের বিপক্ষে বড় জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে, এটা না বললেও চলছে।