বল দখলের লড়াইয়ে রোনালদো। কাল রাতে আল খালিজের বিপক্ষে
বল দখলের লড়াইয়ে রোনালদো। কাল রাতে আল খালিজের বিপক্ষে

বলে ৫৪ স্পর্শ, ড্রিবলে ১৩ বার সফল, ৮ শট—শুধু গোলটাই পেলেন না রোনালদো

রেফারি শেষ বাঁশি বাজাতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ফেলেন আল-খালিজের খেলোয়াড়েরা। উদ্দেশ্য একটাই—রোনালদোর সঙ্গে জার্সি বদল করা। কিন্তু দলকে জেতাতে না পারলে তিনি যা করে থাকেন, গত রাতেও তাই করলেন।

জার্সি বদল তো করেনইনি, উল্টো আল-খালিজের কোচিং স্টাফের এক সদস্য তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইলে বিগড়ানো মেজাজে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।

তাহলে ম্যাচের ফলটা নিশ্চয়ই আঁচ করতে পারছেন! না, রোনালদোর দল হারেনি। আল-খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর। ঘরের মাঠে সৌদি প্রো লিগ পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা দলের সঙ্গে ড্র। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান রয়ে গেল রিয়াদের দলটির।

২৬ ম্যাচ শেষে আল-ইত্তিহাদের পয়েন্ট ৬২, আল-নাসরের ৫৭। লিগ শেষ হতে বাকি মাত্র ৪ ম্যাচ। পর্তুগিজ মহাতারকা আসার পর সব হারানো আল-নাসর এবার লিগ শিরোপার দৌড় থেকেও ছিটকে পড়ার পথে, সেটা বলাই যায়।

চতুর্থ মিনিটে রোনালদোরই স্বদেশি ফাবিও মার্তিনেজের গোলে পিছিয়ে পড়ে আল-নাসর। ১৭ মিনিটে আলভারো গঞ্জালেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। এরপর অনেক চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি রোনালদো। ম্যাচে ৫৪ বার বলে স্পর্শ করেছেন। সব মিলিয়ে ১৩ বার প্রতিপক্ষের খেলোয়াড়কে বোকা বানিয়েছেন, সফল পাস দিয়েছেন ২২ টি, শট নিয়েছেন ৮ টি। এত কিছুর পরও শুধু গোলটাই পাওয়া হলো না তাঁর।

রোনালদোকে দুর্ভাগাই বলতে হয়। কাল ৫৮ মিনিটে আল-খালিজের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় গোল বাতিল করা হয়। ৮০ মিনিটে তো দুর্দান্ত একটি মুভে নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দিয়েছিলেন। ডি বক্সের বাঁ পাশ ধরে আল-খালিজের দুই খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান গোলমুখে। কিন্তু তাঁর কোনাকুনি শটটা একটুর জন্য দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়।