ফিওরেন্তিনার ইতালিয়ান ফুটবলার এদোয়ার্দো বোভ
ফিওরেন্তিনার ইতালিয়ান ফুটবলার এদোয়ার্দো বোভ

মাঠে লুটিয়ে পড়া ইতালিয়ান ফুটবলারের শারীরিক অবস্থার যে খবর জানাল ক্লাব

পরশু রাতে খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। অচেতন হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে বোভকে দেওয়া হচ্ছিল চিকিৎসা।

তখন বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আবার বোভের শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। এরপর গতকাল রাতে ফিওরেন্তিনার পক্ষ থেকে বোভের শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বোভের জ্ঞান ফেরার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

বোভের শারীরিক অবস্থার খবর জানিয়ে বিবৃতিতে ফিওরেন্তিনা বলেছে, ‘ঘটনাহীন রাত শেষে সকালে বোভের চেতনা ফিরেছে এবং তার শরীরে লাগানো টিউবগুলোও খুলে ফেলা হয়েছে। এখন সে জাগ্রত এবং ঠিক আছে।’

ইতালিয়ান ক্লাবটি পরিবারের সঙ্গে বোভের কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে আরও বলেছে, ‘সে তার পরিবার, ক্লাব কর্তৃপক্ষ, কোচ ও সতীর্থদের সঙ্গে কথা বলেছে। সুসংবাদ পাওয়ার পর তারা সবাই তাকে দেখার জন্য ছুটে গিয়েছিল। কী কারণে এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিশ্চিত হতে সামনের দিনগুলোতে পরবর্তী টেস্টগুলো করা হবে।’

এখানে মাঠে লুটিয়ে পড়েন বোভ

এর আগে পরশু রাতে ফিওরেন্তিনা-ইন্টার মিলান ম্যাচের ১৬ মিনিটে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী বোভ। তরুণ এই ফুটবলার মাঠে লুটিয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় খেলা এবং তাঁকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খেলার মধ্যেই মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভ। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার। কিন্তু কয়েক কদম যাওয়ার পর শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাঠেই। বোভকে এভাবে পড়ে যেতে দেখে কাছে থাকা ইন্টার ও ফিওরেন্তিনার খেলোয়াড়েরাই তাৎক্ষণিকভাবে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাক দেন। ম্যাচটিও আর হয়নি।

আগস্টের দলবদলে এক মৌসুমের জন্য ধারে এএস রোমা থেকে ফিওরেন্তিনায় যোগ দেন বোভ। এরপর অক্টোবরে সেই রোমার বিপক্ষেই ফিওরেন্তিনার হয়ে পান নিজের প্রথম গোল। পাশাপাশি ইতালি অনূর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন বোভ। অপেক্ষায় আছেন জাতীয় দলে অভিষেকের।

বোভের সাবেক ক্লাব রোমা কাল আতালান্তার বিপক্ষে ম্যাচের আগে ‘ফোরজা এদো’ লেখা জার্সি পরে অনুশীলনে করে।