এবারের সাফে সেমিফাইনালে খেলে বাংলাদেশ
এবারের সাফে সেমিফাইনালে খেলে বাংলাদেশ

১৩ মাস পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

দীর্ঘদিন পর ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। জুলাইয়ে হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। ফিফার সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম।

২০২২ সালের জুনে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মাস পর অবস্থানের পরিবর্তন হলো আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।

বাংলাদেশ দলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে সম্প্রতি শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যের সুবাদে। জুন-জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ১৪ বছর পর সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটান ও মালদ্বীপকে হারায় বাংলাদেশ

সেরা চারে ওঠার পথে গ্রুপ পর্বে মালদ্বীপ ও ভুটানকে হারান জামাল ভূঁইয়ারা। মালদ্বীপ, ভুটান—দুই দলই র‍্যাঙ্কিংয়ের সামনের দল হওয়ায় তাদের হারানোয় পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। যার সুবাদে উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

১৮৯তম স্থানে ওঠা বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯২.৪৪। এক ধাপ সামনে থাকা কুক আইল্যান্ডসের পয়েন্ট ৮৯৯.৩৩। র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটলেও সাফের সাত দেশের মধ্যে এখনো পাঁচে অবস্থান করছে বাংলাদেশ। এগিয়ে শুধু পাকিস্তান (২০১) ও শ্রীলঙ্কার (২০৪) চেয়ে।

কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা ভারত এক ধাপ এগিয়ে উঠেছে ৯৯ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবশ্য কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স ও তিনে ব্রাজিল।