লিভারপুল–সিটি ম্যাচ ড্র হওয়ায় সুবিধা হয়েছে আর্সেনালের
লিভারপুল–সিটি ম্যাচ ড্র হওয়ায় সুবিধা হয়েছে আর্সেনালের

লিভারপুল–সিটি ড্রয়ে লাভ আর্সেনালের, পাঁচ জয় দূরে ইন্টার

প্রিমিয়ার লিগে লড়াইটা চলছিল লিভারপুল-ম্যানচেস্টার সিটির মধ্যে। আগের সপ্তাহে তিন নম্বরে থাকা আর্সেনাল গত সপ্তাহে উঠে এসেছে এক নম্বরে। প্রিমিয়ার লিগ বাদ দিলে ইউরোপের শীর্ষ লিগগুলোর শীর্ষস্থানে ওলট-পালট হয়নি আর কোথাও। বরং শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে ইন্টার মিলান, লেভারকুসেন, পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ফিরে দেখা যাক গত সপ্তাহের শীর্ষ পাঁচ লিগে।

লা লিগা: আতলেতিকো আরও খাদে

লা লিগার শীর্ষ তিনটি স্থানে যথারীতি রিয়াল মাদ্রিদ, জিরোনা আর বার্সেলোনাই। তিনটি দলই এ সপ্তাহে নিজেদের ম্যাচে জয় পেয়েছে। এর মধ্যে বার্সেলোনা মায়োর্কাকে ১-০, জিরোনা ওসাসুনাকে ২-০ এবং রিয়াল মাদ্রিদ সেল্তা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে। তিন দলই জয় পাওয়া ট্রফি-দৌড়ে ব্যবধানও আগের মতোই। তবে লা লিগায় বিপদে আছে আতলেতিকো মাদ্রিদ। কাদিজের মাঠে খেলতে গিয়ে আঁতোয়ান গ্রিজমানরা হেরেছেন ২-০ ব্যবধানে। সর্বশেষ তিন ম্যাচে আতলেতিকো পয়েন্ট হারিয়েছে ৪টি। ওদিকে অ্যাথলেটিক বিলবাও ছন্দে থাকায় উঠে আসছে ওপরের দিকে। অবস্থা এখন এমন, চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে সেরা চারে জায়গা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আতলেতিকোর।

লিগ আঁ: এমবাপ্পের বদলি-পর্ব চলছেই

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে খবর বেরোয়, মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা ক্লাব পরিচালকদের জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ২৫ বছর বয়সী ফরাসি তারকার এমন সিদ্ধান্তের পর তাঁকে বিদায় দেওয়ার ‘প্রক্রিয়া’ শুরু করেছে পিএসজি। এর পর থেকে লিগে টানা চার ম্যাচে বদলি করা হয়েছে এমবাপ্পেকে, যার সর্বশেষটি রোববার রেঁসের বিপক্ষে। পার্ক দ্য প্রিন্সের ম্যাচটি ২-২ ড্র করে পয়েন্টও খুইয়েছে পিএসজি; যদিও সপ্তাহ শেষে পয়েন্ট তালিকায় এগিয়ে এখনো বর্তমান চ্যাম্পিয়নরাই।

প্রিমিয়ার লিগ: শীর্ষে আরতেতার দল

গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষ মুহূর্তে পা পিছলে ট্রফি জিততে পারেনি আর্সেনাল। এবার ট্রফির লড়াইয়ে বেশির ভাগ সময়ই শীর্ষ দুটি স্থানে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে ২৮তম রাউন্ডের পর লিভারপুলকে টপকে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এসেছে মিকেল আরতেতার দল। এ সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে আর্সেনাল, জিতেছে দুটিতেই। শেফিল্ডের বিপক্ষে ৬-০ ব্যবধানে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলে। অপর দিকে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি খেলেছে একটি করে ম্যাচ, সেটিও তাদের নিজেদের মধ্যে। রোববার রাতে অ্যানফিল্ডের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। আর্সেনাল-লিভারপুল দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে (৭) এগিয়ে থাকায় গানাররাই শীর্ষে।

বুন্দেসলিগা: বায়ার্নের ৮ গোলের উৎসব, তবু চওড়া হাসি লেভারকুসেনেরই

বুন্দেসলিগায় শীর্ষ পাঁচ দলের কেউই হারেনি গত সপ্তাহে। সব দলই খেলেছে একটি করে ম্যাচ, সে ম্যাচ জিতে নিজেদের মধ্যে ব্যবধানও ধরে রেখেছে আগের মতোই। এ সপ্তাহে সবচেয়ে বড় জয়টি পেয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় মাইনৎসকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন। তবে সপ্তাহ শেষে মুখে চওড়া হাসি বায়ার লেভারকুসেনেরই। উল্ফসবুর্গকে হারিয়ে বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট অগ্রগামিতা ধরে রেখেছে জাভি আলোনসোর দল। লিগে বাকি ম্যাচের সংখ্যা কমে আসায় প্রতিটি জয়ে ট্রফি জয়ের সম্ভাবনা বেড়ে চলেছে লেভারকুসেনের।

সিরি আ: ইন্টারের চাই পাঁচ জয়

দু্ই মৌসুম পর আবারও ইন্টার মিলানের ট্রফি জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। গত সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে ইন্টার, জিতেছে দুটিতেই। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের সঙ্গে ইন্টারের পয়েন্টের ব্যবধান এখন ১৬। ম্যাচ বাকি ১০টি। অর্থাৎ, এসি মিলান যদি তাদের পরের ১০ ম্যাচের সব কটিতে জেতেও, ইন্টার পাঁচটিতে হেরে পাঁচটিতে জিতলেই চ্যাম্পিয়ন।