দক্ষিণ কোরিয়া নারী দলের স্ট্রাইকার কাসি ফেইরের আজ অভিষেক হয়েছে
দক্ষিণ কোরিয়া নারী দলের স্ট্রাইকার কাসি ফেইরের আজ অভিষেক হয়েছে

তাঁর চেয়ে কম বয়সে কেউ খেলেননি ফুটবল বিশ্বকাপে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আজ। শুরুটা তাদের ভালো হয়নি, দক্ষিণ আমেরিকার দলটির কাছে হেরে গেছে ২-০ গোলে। দল হেরে গেলেও একটি রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণী কাসি ফেইর।

ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ফেইর। সেই সময় তাঁর দল ২-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেননি। তবে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে অসাধারণ একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফেইর। ফুটবল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যে এখন তিনি।

ফেইর যখন আজ মাঠে নামেন, তাঁর বয়স ১৬ বছর ২৬ দিন। এর আগে রেকর্ডটি ছিল নাইজেরিয়ার মেয়ে ইফিয়ানি চিয়েজিনের। ১৯৯৯ নারী বিশ্বকাপে তিনি খেলতে নেমেছিলেন ১৬ বছর ৩৪ দিনে।

ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে চিয়েজিনে ভেঙেছিলেন নরম্যান হোয়াইটসাইডের রেকর্ড। ১৯৮২ বিশ্বকাপে সাবেক যুগোস্লাভিয়ার বিপক্ষে তিনি যখন খেলতে নামেন, হোয়াইটসাইডের বয়স ছিল ১৭ বছর ৪০ দিন।

দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুই ম্যাচ খেলে ৫ গোল করে বিশ্বকাপ দলে সুযোগ পান ফেইর। দলটির ইংলিশ কোচ বেল এই ফরোয়ার্ডকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, ‘ক্যাম্পে সে দুর্দান্ত ছিল।’

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন ফেইর

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার প্রথম ম্যাচে ফেইরের কোনো প্রভাব রাখতে না পারা নিয়ে বেল বলেছেন, ‘২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নেমে প্রভাব রাখাটা যেকোনো বয়সের খেলোয়াড়ের জন্যই কঠিন।’