পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে
পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে

বললেন চিলাভার্ট

‘লাতিন আমেরিকায় এমবাপ্পে হতেন সাদামাটা খেলোয়াড়’

লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর পর আগামী দিনের শীর্ষ তারকা হিসেবে যাঁদের ভাবা হচ্ছে, কিলিয়ান এমবাপ্পে তাঁদের অন্যতম। এরই মধ্যে ক্লাবের হয়ে এই ফরাসি তারকা জিতেছেন একাধিক ট্রফি। জাতীয় দলের জার্সিতে জেতা হয়েছে বিশ্বকাপও। এমনকি পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে খেলে গোল করার কীর্তিও আছে এমবাপ্পের দখলে। এমন একজন খেলোয়াড়ের সামর্থ্য নিয়ে কারও শঙ্কা থাকার কথা না।

কিন্তু এত কিছুর পরও এমবাপ্পে অবশ্য জোসে লুইস চিলাভার্টের মন পাচ্ছেন না। প্যারাগুয়ের সাবেক এই খ্যাপাটে গোলরক্ষক মনে করেন, এমবাপ্পে যদি লাতিন আমেরিকায় খেলতেন, তবে তিনি একজন গড়পড়তা ফুটবলারই হতেন।  
নিজের সময়ের বেশ আলোচিত এক গোলরক্ষক ছিলেন চিলাভার্ট। শুধু গোল আটকানোতেই নয়, গোল করাতেও সিদ্ধহস্ত ছিলেন। গোলরক্ষক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ গোল তাঁর দখলে।

সেই চিলাভার্ট এবার এমবাপ্পেকে নিয়ে চমকে যাওয়ার মতো মন্তব্যই করেছেন। উত্তাপের শুরুটা অবশ্য এমবাপ্পেই করেছিলেন। এমবাপ্পে একবার বলেছিলেন, দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো অগ্রসর হতে পারেনি। বিশ্বকাপ জিতে অবশ্য এমবাপ্পের সেই কথা জবাব আগেই দিয়েছিল আর্জেন্টিনা। এবার এমবাপ্পের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে নতুন করে খোঁচা দিলেন চিলাভার্টও।

প্যারাগুয়ের সাবেক গোলকিপার হোসে লুই চিলাভার্ট

এমবাপ্পেকে নিয়ে চিলাভার্ট বলেছেন, ‘এমবাপ্পে বলেছিল, দক্ষিণ আমেরিকা ভালো ফুটবল খেলে না বা ভালো পর্যায়ে নেই। আমি তাকে লা পাজ বা কিটোতে উঁচু পাহাড়ে খেলতে দেখতে চাই । কিংবা ব্রাজিলে অ্যাওয়ে খেলতে দেখতে চাই। এখানে সে খুবই সাদামাটা খেলোয়াড় হতো। এখানে সে আগে থেকেই অনুমান করা যায়, এমন খেলোয়াড় হতো। অবশ্যই সে গতির কারণে সুবিধা পাবে। তবে পেছনে একজন ডিফেন্ডার লাগিয়ে রেখে আমরা তাকে ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারতাম।’

চিলাভার্টের এই কথার পক্ষে–বিপক্ষে মত দিয়েছেন ‘নেটিজেন’রা। কেউ কেউ চিলাভার্টের মন্তব্যকে সমর্থন করলেও অনেক বিরোধীতাও করেছেন। একজন লিখেছেন, ‘দক্ষিণ আমেরিকার ফুটবল এত ভালো হলে সেখানকার সেরা তারকা ইউরোপে খেলতে আসেন কেন?’