বার্ষিক ২০ কোটি ডলারে দলে নিলেও রোনালদো আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার নন
বার্ষিক ২০ কোটি ডলারে দলে নিলেও রোনালদো আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার নন

রোনালদো আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন

বছরের শুরুতে চমক দেখিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। বছরে ২০ কোটি ডলার পারিশ্রমিকে পর্তুগিজ তারকাকে নিয়ে আল নাসরের লাভ কিন্তু প্রচুর।

হঠাৎ করেই সৌদি লিগের প্রতি সারা দুনিয়ার ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে। এক বছর আগেও যে সৌদি লিগের খবর কেউ রাখত না, সেখানে রোনালদো আসার পর সৌদি লিগের খেলা দেখার জন্য সবাই টেলিভিশনের সামনে বসে থাকে। লিগের ব্র্যান্ড মূল্য রোনালদো যে আকাশ ছুঁইয়ে দিয়েছেন—এটা বলতে খুব বড় বিপণন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।

মাঠের লড়াইয়েও লিগের অন্য দলগুলোর সঙ্গে নিজেদের বিপুল ব্যবধানে আলাদা করে ফেলেছে আল নাসর। রোনালদো এরই মধ্যে লিগে ১১ গোল করে আল নাসরের বড় অস্ত্র হয়ে গেছেন। তবে এত কিছুর পরেও রোনালদো কিন্তু আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন।

অ্যান্ডারসন তালিসকা গুরুত্বে রোনালদোকে ছাপিয়ে গেছেন

রোনালদো আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় না হলে সেটি কে! যে দলে রোনালদো খেলছেন, সেখানে এমন কোন খেলোয়াড় আছেন, যিনি গুরুত্বে রোনালদোকে পেছনে ফেলেছেন। আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকাই এ মুহূর্তে আল নাসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সম্প্রতি তালিসকা আল নাসরের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ২০২১ সালে তুরস্ক ও চীনে সফল মৌসুম কাটিয়ে সৌদি লিগে নাম লিখিয়েছিলেন তালিসকা। প্রথম মৌসুমেই আল নাসরের জার্সিতে ২০ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এ মৌসুমেও কম যাননি ১৬ ম্যাচ খেলে এরই মধ্যে করে ফেলেছেন ১৬ গোল। রোনালদোর গোল ১১টি।

অ্যান্ডারসন তালিসকার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করল আল নাসর

রোনালদো আল নাসরে আসার পর থেকেই তালিসকা কিছুটা অনিশ্চয়তায় ভুগছিলেন। কারণ, দুজনেরই খেলার জায়গা এক। যদিও আল নাসর কর্তৃপক্ষ নিজেদের সেরা খেলোয়াড়ের প্রতি আস্থা হারায়নি। আল নাসর তাঁর সঙ্গে মোটামুটি দীর্ঘমেয়াদি একটা চুক্তি করে তাঁর অবদানকেই স্বীকৃতি দিল।

রোনালদো আসার পরেও আল নাসর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ভুলে যায়নি।