আরেকবার লা লিগা জয়ের এমন উৎসবে মাতবে রিয়াল মাদ্রিদ
আরেকবার লা লিগা জয়ের এমন উৎসবে মাতবে রিয়াল মাদ্রিদ

‘তুরিনের বুড়ি’র পাশে রিয়ালও

লা লিগায় গতকাল রাতেই শিরোপা জয় নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জিতে নিজেদের কাজটা সেরে রেখেছিল কার্লো আনচেলত্তির দল। এরপর সাদাদের অপেক্ষা ছিল বার্সেলোনার পা হড়কানোর। পরের ম্যাচে জিরোনার মাঠে বার্সা ৪-২ গোলে হারায় চার ম্যাচ হাতে রেখে লিগ জয় নিশ্চিত হয়েছে রিয়ালের। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। বার্সাও সমান ৩৪ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়।

৩৬তম বার লা লিগা জিতে স্পেনের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা আরেকটু বাড়িয়ে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ২৭ বার লিগ জিতে এই তালিকায় দ্বিতীয় বার্সেলোনা।

এবার লিগ জিতে আরেকটি রেকর্ডেও ভাগ বসিয়েছে রিয়াল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার ‘তুরিনের বুড়ি’ জুভেন্টাসের রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। দুটি ক্লাবই ৩৬বার করে নিজেদের ঘরোয়া শীর্ষ লিগ জিতেছে। বাকি তিনটি লিগে আর কোনো দলই এতবার শিরোপা জিততে পারেনি।

প্রাসঙ্গিকভাবে প্রশ্ন উঠতে পারে, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘরোয়া লিগ জিতেছে কোন দল? উত্তর আয়ারল্যান্ডের ক্লাব লিনফিল্ড। আইরিশ ফুটবলের সর্বোচ্চ লিগে লিনফিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোট ৫৬ বার। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে স্কটল্যান্ডের দুটি ঐতিহ্যবাহী ক্লাব—রেঞ্জার্স (৫৪) ও সেল্টিক (৫৩)।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেরা দল

৩৬
জুভেন্টাস, ইতালিয়ান সিরি আ
সিরি আ’র সবচেয়ে সফল দল জুভেন্টাস

১৮৯৭ সালে সিরি আ যাত্রা শুরুর পর এ লিগে জুভেন্টাস সর্বোচ্চ ৩৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ঘরোয়া লিগ জয়ে জুভেন্টাসই এত দিন পর্যন্ত সবচেয়ে সফল দল ছিল। গতকাল রাতে রিয়ালও সেখানে ভাগ বসাল। জুভেন্টাস প্রথম সিরি আ জিতেছে ১৯০৫ সালে। সর্বশেষ জিতেছে ২০১৯-২০ মৌসুমে। সিরি আতে জুভেন্টাসের প্রাধান্য কতটা, সেটি একটি পরিসংখ্যানেই বোঝানো যায়—এই প্রতিযোগিতায় আর কোনো দলই ২০ বারের বেশি লিগ জিততে পারেনি। এবার ইন্টার মিলান ২০তম লিগ শিরোপা জিতেছে। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা ৯ বার লিগ জিতেছে জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে টানা ঘরোয়া লিগ জয়ে এটি দ্বিতীয় সেরা নজির। সিরি আতে সর্বোচ্চ ২১ বার রানার্সআপও হয়েছে জুভেন্টাস।

৩৬
রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ লা লিগা
কাল রাতে ৩৬তম লিগ জয় নিশ্চিত হয়েছে রিয়ালের

১৯২৯ সালে লা লিগার যাত্রা শুরু। দুই বছর পর এই প্রতিযোগিতায় প্রথম (১৯৩১) শিরোপার দেখা পায় রিয়াল, আর সর্বশেষটি তো জিতল এবারই। লা লিগায় টানা পাঁচবার লিগ শিরোপা জয়ের নজির দুবার দেখিয়েছে রিয়াল—১৯৬১ থেকে ১৯৬৫ এবং ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত। তবে লা লিগায় সর্বোচ্চসংখ্যক রানার্সআপ হওয়ার তালিকায় রিয়াল দ্বিতীয় (২৫ বার)। সর্বোচ্চ ২৭ বার রানার্সআপ হয়েছে বার্সেলোনা।

৩৩
বায়ার্ন মিউনিখ, জার্মান বুন্দেসলিগা
৩৩ বার বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ

টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জার্মানির শ্রেষ্ঠত্বের ট্রফি খুইয়েছে সর্বোচ্চ ৩৩ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন। বুন্দেসলিগায় বায়ার্নের আধিপত্য বোঝাতে এই প্রতিযোগিতায় শিরোপা জয়ে দ্বিতীয় সেরা ক্লাবটির পরিসংখ্যান জানানো যায়—বরুসিয়া ডর্টমুন্ড ও বরুসিয়া ম’গ্লাডবাখ সমান ৫ বার করে শিরোপা জিতে বায়ার্নের পর দ্বিতীয় সেরা। বায়ার্নের টানা ১১ বার লিগ জয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রেকর্ড।

২০
ম্যানচেস্টার ইউনাইটেড, ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগ যুগেই ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

১৯৯২ সালে নাম পাল্টে প্রিমিয়ার লিগ হিসেবে আবির্ভূত হওয়ার পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড। ১৯ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সেরা লিভারপুল। এ ছাড়া ১০ বারের বেশি চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল (১৩ বার)। আগের তিন মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়ন হলে সিটি চ্যাম্পিয়ন হবে ১০ম বারের মতো।

১২
পিএসজি, ফ্রেঞ্চ লিগ আঁ
ফরাসি ফুটবলে এখন পিএসজির রাজত্ব

ফ্রান্সের শীর্ষ লিগে পিএসজির একাধিপত্য নতুন নয়। এবার তো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো পিএসজি। তার আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমেও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন সেন্ট এতিয়েন। তবে দলটি সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮০-৮১ মৌসুমে। ৯ বার লিগ জিতেছে মার্শেই, ৮ বার জিতেছে মোনাকো, ৭ বার লিওঁ। লিওঁর সাতটি শিরোপা এসেছে আবার টানা সাত মৌসুমে (২০০১-০২ থেকে ২০০৭-০৮)।