যুক্তরাষ্ট্রের মাটিতে ‘এল ক্লাসিকো’তে জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। নিউ জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার বার্সা জিতল ২-১ গোলের ব্যবধানে। ম্যাচের ৪২ ও ৫৪ মিনিটে বার্সার হয়ে জোড়া গোল করেন পাউ ভিক্তর। এরপর ৮২ মিনিটে নিকো পাজ রিয়ালের হয়ে ব্যবধান কমালেও সেটা কেবল সান্ত্বনাই দিয়েছে। ম্যাচে আর ফেরা হয়নি রিয়ালের।
এ জয়ের যুক্তরাষ্ট্রের মাটিতে এখন পর্যন্ত হওয়া চারটি এল ক্লাসিকোর সব কটিতেই জিতল বার্সা। ২০১৭ সালে মায়ামিতে প্রথমবার মুখোমুখি হয়েছিল রিয়াল-বার্সা। সেই ম্যাচে বার্সা জিতেছিল ৩-২ গোলে। এরপর ২০২২ সালে লাস ভেগাসে বার্সা জেতে ১-০ গোলে। গত বছর ডালাসে বার্সার কাছে রিয়াল উড়ে যায় ৩-০ গোলে। আর এবার কাতালান পরাশক্তিরা ম্যাচ জিতল ২-১ গোলে।
এ ম্যাচে রিয়াল তারুণ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে একাদশ সাজালেও বার্সায় তারুণ্যের আধিক্য ছিল বেশি। বার্সার হয়ে অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান, ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টিনসেন এবং স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। অন্যদিকে রিয়ালে থিবো কোর্তোয়া, লুকা মদরিচ এবং এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা যেমন ছিলেন, তেমনি ছিলেন আর্দা গুলের এবং এনদ্রিককের মতো তরুণেরাও।
মাঠের লড়াইয়ে পরিসংখ্যানের দিক থেকে প্রায় কাছাকাছিই ছিল দুই দল। ম্যাচে রিয়ালের দখলে বল ছিল ৫১ শতাংশ এবং বার্সার দখলে ছিল ৪৯ শতাংশ। রিয়াল ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি, আর বার্সার ১১ শটের ৬টি ছিল লক্ষ্যে। তবে সুযোগ কাজে লাগানোয় রিয়ালের চেয়ে এগিয়ে থেকে জিতে যায় বার্সা।
নিরপেক্ষ মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তি দেখায় বার্সা। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। পাউ ভিক্তরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া। গোল না পেলেও হাইপ্রেসিং ও গতিময় ফুটবলে রিয়ালকে চাপে রাখে তারা। যার ফল আসে ৪২ মিনিটে।
অ্যালেক্স ভালের ক্রসে বল পেয়ে বক্সের ভিক্তরের উদ্দেশে বাড়ান লেভানডফস্কি। হেডে সেই বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ তরুণ। এরপর ৫৪ মিনিটে ভালের দারুণ এক পাসে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ভিক্তর। ৮২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করে ব্যবধান ২-১ করেন অরক্ষিত থাকা পাজ। তবে ব্যবধান কমালেও সমতা ফেরানো হয়নি কার্লো আনচেলত্তির দলের।