বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাচের একটি মুহূর্ত
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাচের একটি মুহূর্ত

টাইব্রেকার আহ্ছানউল্লার হাসি, জিতেছে বিইউএফটি ও ইউনাইটেডও

সূর্য মাঝ আকাশে হেলেছে। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে তখন চলছিল দুই দলের প্রাণপণ লড়াই। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটি নকআউট হওয়ায় হারলেই বিদায়। তাই জয়ের সর্বাত্মক চেষ্টাই করছিল আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং উত্তরা ইউনিভার্সিটি। টুর্নামেন্টের ঢাকা পর্বের দ্বিতীয় দিনে আজকের দ্বিতীয় ম্যাচটা নির্ধারিত ৭০ মিনিটে ছিল ১-১। এরপর সরাসরি টাইব্রেকার। তাতে সাডেন ডেথে ৪-৩ গোলে জিতে টুর্নামেন্ট টিকে থাকল আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দুপুরের ম্যাচে ফলের জন্য টাইব্রেকার পর্যন্ত যেতে হলেও সকাল ও বিকেলের দুই ম্যাচে ফল হয়েছে নির্ধারিত সময়েই। সকালে একই মাঠে দিনের প্রথম ম্যাচে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ২-১ গোলে হারিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। আর বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ১–০ গোলে হারিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স)।

বিইউএফটি দলের কোচ বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ রোকনুজ্জামান কাঞ্চন। ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশের প্রথম ও একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার।

গত আসরে কাঞ্চনের দল প্রথম ম্যাচেই হেরেছিল ফারইস্টের কাছে। ফারইস্ট পরে রানার্সআপ হয় টুর্নামেন্টে। বিইউএফটির জয়ে ম্যাচসেরা হয়েছেন ফরোয়ার্ড আন্তনী পূজন গমেজ। একটি গোল করেছেন তিনি।

প্রথম ম্যাচের ম্যাচসেরা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফরোয়ার্ড আন্তনী পূজন গমেজ

আন্তনীর হাতে পুরস্কার তুলে দেন রোকনুজ্জামান কাঞ্চন ও ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদুল ইসলাম। বিবিএর ছাত্র আন্তনী ম্যাচসেরার পুরস্কার পেয়ে ছিলেন উচ্ছ্বসিত। তবে এখানেই না থেমে আরও সামনে রাখছেন চোখ, ‘আমরা প্রথম ম্যাচটি জিতেছি। এতে সবারই অবদান আছে। আরও ম্যাচ জিততে চাই এবং প্রতিযোগিতার সামনের দিকে যেতে চাই আমরা।’

দ্বিতীয় ম্যাচটা হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই খেলেছে আক্রমণ–পাল্টা আক্রমণে। ২০ মিনিটে আলভী ইফতেশাম খানের দারুণ এক ফ্রি–কিক গোলে এগিয়ে যায় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫৯ মিনিটে দূরপাল্লার এক শটে গোলটি শোধ করেন উত্তরা ইউনিভার্সিটির জাহিদ হাসান। পরপরই তাঁর শট লাগে ক্রসবারে।

বাংলাদেশের পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে রেফারিং করেন জাহিদ। আগামী কয়েক বছরের মধ্যে দেশের অন্যতম সেরা রেফারি হতে পারেন, এমনটাই মনে করেন এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সাবেক ফিফা রেফারি আজাদ রহমান। তবে আজ দলকে জেতানোর সব চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি জাহিদ।

জয়ের আনন্দ

টাইব্রকারে প্রথম ৫ শটে দুই দলই ৩টি করে গোল করেছে। এরপর সাডেন ডেথে জিতেছে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্য উত্তরা বিশ্ববিদ্যালয়ের গোলকিপার আশফাকুর রহমানের, টাইব্রেকারে তিনট শট আটকেও সতীর্থদের ব্যর্থতায় দলকে টিকিয়ে রাখতে পারেননি প্রতিযোগিতায়।

তাঁকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী দলের গোলকিপার গোলাম পারভেজ। টাইব্রেকারে একটি শট আটকে দিয়েছেন এবং ম্যাচের শেষের দিকে বেশ কিছু আক্রমণ রুখেছেন তিনি। পারভেজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন টুর্নামেন্ট কমিটির সদস্য জাতীয় দলের সাবেক কোচ ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হয়ে গোল করেন সোহানুর রহমান সোহান

দিনের তৃতীয় ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ১–০ গোলে হারায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স)। দলের হয়ে একমাত্র গোলটি করেন সোহানুর রহমান সোহান। ম্যাচসেরার স্বীকৃতিও ওঠে তাঁর হাতে। পুরস্কার তুলে দেন শফিকুল ইসলাম মানিক ও ইস্পাহানি টি লিমিটেডের ট্রেড মার্কেটিং ম্যানেজার এসএম তৌফিকুল ইসলাম।