এল ক্লাসিকোর উত্তাপ আর আগের মতো নেই—গত কয়েক মৌসুম ধরে শোনা যাচ্ছিল এই কথাটি। ফুটবলপ্রেমীদের এই আক্ষেপ অবশ্য একেবারে অমূলকও ছিল না। শক্তি–সামর্থ্যের তারতম্য এবং শীর্ষ তারকাদের অনুপস্থিতিসহ নানা কারণে দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ আকর্ষণ হারিয়েছিল অনেকটাই। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি লা লিগা ছেড়ে যাওয়ার পরই কমতে শুরু করে এই দুই দলের দ্বৈরথ নিয়ে দর্শকদের আগ্রহ।
কিন্তু সেই আকর্ষণ বোধহয় নতুন করে আবার ফিরে আসতে যাচ্ছে। অন্তত মৌসুমের প্রথম ক্লাসিকো নিয়ে দর্শকদের আগ্রহ তেমন কিছুর ইঙ্গিতই দিচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী শনিবারের এল ক্লাসিকো নিয়ে দর্শকেদর মধ্যে টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত ১০ লাখের বেশি দর্শক অনলাইনে টিকিট কেনার জন্য লাইন দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, এবারের এল ক্লাসিকোর দেখার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ১৩০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ হাজার টাকা। তবে এমন চড়া দামের পরও চাহিদা নাকি অনেক বেশি। লাখো মানুষ টিকিটের আশায় ধৈর্য ধরে অপেক্ষা করছেন বলেও জানিয়েছে এএস। প্রশ্ন হচ্ছে, এল ক্লাসিকো নিয়ে কেন এই আগ্রহ?
এর পেছনে অবশ্য বেশি কিছু কারণ থাকতে পারে। তবে চলতি মৌসুমে দুই দলের জমে ওঠা লড়াই সম্ভবত ক্লাসিকো নিয়ে বাড়তি আগ্রহের অন্যতম কারণ। লা লিগায় ৯ ম্যাচ শেষে ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬ জয় ও ৩ ড্রয়ে ২১।
নিজেদের মধ্যে মুখোমুখি হওয়ার আগে আরও একটি করে ম্যাচ খেলবে এই দুই দল। আজ রাতে সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। আর আগামীকাল রাতে সেভিয়ার মুখোমুখি হবে হানসি ফ্লিকের দল।
এ ম্যাচে যদি দুই দলই জেতে তবে রিয়ালের জন্য এল ক্লাসিকো হবে বার্সাকে ছোঁয়ার সুযোগ। বিপরীতে বার্সা এই ম্যাচ জিতলে রিয়ালের সঙ্গে ব্যবধানটা আরও বাড়াতে পারবে। এমন রোমাঞ্চকর পরিস্থিতির কারণে এল ক্লাসিকো নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে অনেকের।
আরকটি বড় কারণ হতে পারে তারকা উপস্থিতি। রিয়াল–বার্সায় সব সময়ই কম–বেশি শীর্ষ তারকারা থাকেন। তবে এ মৌসুমের বিষয়টি একেবারেই ভিন্ন। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের আগমন তারকা দ্যুতিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সঙ্গে ভিনিসিয়ুস–রদ্রিগো–বেলিংহামরা মতো তারকারা তো আছেনই। অন্য দিকে বার্সা এই ম্যাচে স্বপ্ন দেখছে লামিনে ইয়ামালকে ঘিরে।
অবিশ্বাস্য ছন্দে আছেন এই তরুণ উইঙ্গার। তাঁর পায়ে বল মানেই যেন দারুণ কিছু হওয়ার সম্ভাবনা। আর ইয়ামালকে সঙ্গ দিয়ে নিয়মিত জ্বলে উঠছেন রাফিনিয়া এবং লেভানডফস্কিরাও। সব মিলিয়ে এবারের এল ক্লাসিকো ভক্তদের হারানো জৌলুশ ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য সেটি হবে কি না, তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।