নোফেল স্পোর্টিংয়ের শাস্তি
নোফেল স্পোর্টিংয়ের শাস্তি

শাস্তির মুখে বাফুফে সভাপতির ক্লাব নোফেল

২০১৭-১৮ মৌসুম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেললেও এবার হঠাৎ দলবদলে অংশ নেয়নি বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব।

নিয়ম অনুযায়ী, দলবদলে এন্ট্রি নিয়ে অংশগ্রহণ না করলে তিন মৌসুম ক্লাব লাইসেন্সিং করার সুযোগ হারানোর পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হয়।

আজ লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে সভা করেছে বিসিএলের ক্লাবগুলো। যে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে দলবদলে অংশ না নেওয়ায় বাইলজ অনুযায়ী, এবারসহ তিন মৌসুম নোফেল ক্লাব লাইসেন্সিং করতে পারবে না। পাশাপাশি পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ থাকছে না তাদের।

এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আর্থিক শাস্তি ঘোষণা করতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বাফুফে।
সভার সিদ্ধান্ত নিয়ে প্রথম আলোকে সংক্ষেপে জানিয়েছেন ফরাশগঞ্জের কর্মকর্তা বাবুরাম, ‘আমাদের কিছু দাবি ছিল। তারা সেসব নিয়ে ইতিবাচক। খেলা শুরুর আগে একটা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বাফুফে

এদিকে ৪ মার্চ থেকে বিসিএল শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর আবেদনের কারণে ৯ মার্চ থেকে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। ম্যাচগুলো হবে তিন ভেন্যু গাজীপুর জেলা স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা ও ফর্টিজ এফসির মাঠে।

নোফেল দলবদলে অংশ না নেওয়ায় ১০ দল নিয়েই হবে এবারের আসর। দলের সংখ্যা কমলেও অবনমন দুটিই থাকবে। আজ লিগ কমিটির সভায় এই ১০ দলের মধ্যে পিডব্লিউডি ছাড়া বাকি ক্লাবগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।