অনুশীলনে লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
অনুশীলনে লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

টাইব্রেকারের আগেই ম্যাচ শেষ করতে চায় আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে উঠে আসা দলগুলোর মধ্যে সামর্থ্যের ব্যবধান থাকে কম। ম্যাচও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট পার করে টাইব্রেকারে গড়ানোর সুযোগ থাকে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অত দূর যেতেই দিতে চায় না আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের দুটি গড়িয়েছে টাইব্রেকারে। প্রথমটি জাপান-ক্রোয়েশিয়ার, দ্বিতীয়টি মরক্কো-স্পেনের। ম্যাচ দুটিতে ১২০ মিনিটের খেলা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু টাইব্রেকার লড়াই ছিল খুবই একপেশে। ক্রোয়েশিয়ার বিপক্ষে চারটি শট নিয়ে তিনটিই মিস করে জাপান। মরক্কোর বিপক্ষে প্রথম তিন শটের সব কটিই মিস করে লুইস এনরিকের স্পেন।

যদিও ম্যাচের আগের দিন স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, পেনাল্টিকে তিনি ভাগ্যের বদলে দক্ষতার বিষয় মনে করেন। কয়েক মাস আগে খেলোয়াড়দের তিনি হাজারবার পেনাল্টি-প্রস্তুতি নিতে বলেছিলেন।

কিন্তু স্প্যানিশ খেলোয়াড়দের প্রস্তুতি যে কাজে লাগেনি, সেটি তাদের বাদ পড়াতেই প্রমাণিত। স্পেনের বিপক্ষে মরক্কো আর জাপানের বিপক্ষে ক্রোয়েশিয়াকে জিততে চার শটের বেশি নিতে হয়নি।

সর্বশেষবার ফাইনালে ওঠার সময় আর্জেন্টিনাও জিতেছিল টাইব্রেকারে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য সমতার পর পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জিতেছিলেন লিওনেল মেসিরা। এবার আবারও সামনে নেদারল্যান্ডস, মঞ্চও নকআউটের। তবে স্নায়ুচাপের টাইব্রেকার এড়াতে চায় আর্জেন্টিনা।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে তাঁর দলের পেনাল্টি প্রস্তুতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল।

গোলকিপারের বিপক্ষে শট নেওয়ার প্রস্তুতি সব সময়ই হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘সব সময়ই অনুশীলনে পেনাল্টির প্রস্তুতি নেওয়া হয়। তবে ম্যাচের দিন কিক নেওয়াটা ভিন্ন ব্যাপার। আশা করছি, ওই টাইব্রেকার পর্যন্ত যেন যেতে না হয়। এর আগেই পার হয়ে যাই।’