প্রথম ম্যাচ জিতেও স্বস্তিতে নেই ব্রাজিল। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটিকে দুশ্চিন্তায় ফেলেছে নেইমারের চোট। ডান পায়ের গোড়ালির চোটে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন এই তারকা। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন, এমন একটা আলোচোনাও আছে ফুটবল মহলে।
ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, আগামীকাল। সে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে তাই নেইমারের চোট। ব্রাজিল ডিফেন্ডার মার্কিনিওস অবশ্য ব্রাজিল সমর্থকদের খুশির খবর দিতে পারেননি। তিনি নিজেও জানেন না, ঠিক কবে মাঠে ফিরতে পারবেন নেইমার।
ডান পায়ের গোড়ালির চোটে ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। বেঞ্চে বসে এ সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়। ব্রাজিলের এই ডিফেন্ডার বলছেন, নেইমারের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, ‘আমরা জানি না নেইমার কবে মাঠে ফিরতে পারবে, তবে আশা করছি খুব দ্রুতই ফিরতে পারবে। চোটে পড়ার সময়টা নেইমারের জন্য খুবই কঠিন ছিল। ম্যাচ শেষে ওর মন খারাপ ছিল, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক। কারণ, বিশ্বকাপ নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল।’
বিশ্বকাপের আগেই নেইমার জানিয়েছিলেন এই বিশ্বকাপকে তাঁর শেষ বিশ্বকাপ ধরেই খেলবেন। তাঁর কথাতেই স্পষ্ট ছিল বিশ্বকাপ জিততে কতটা মরিয়া ছিলেন নেইমার। নেইমার এখনো বিশ্বকাপ জিততে আগের মতোই মরিয়া, জানিয়েছেন মার্কিনিওস , ‘পরীক্ষা ও চিকিৎসা শেষ করার পর, নেইমারের এখন ২৪ ঘণ্টাই ফিজিওথেরাপি নিতে হচ্ছে। এটাই প্রমাণ করে সে মাঠে ফিরতে কতটা মরিয়া।’
ব্রাজিল কোচ তিতে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘নিশ্চিত থাকতে পারেন সে বিশ্বকাপে খেলবে।’ তবে এখন অবশ্য তিতের কথার সুর অনেকটাই পাল্টে গেছে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, নেইমার ও দানিলো দুজনেই বিশ্বকাপে আবারও খেলবে। যদিও চোট নিয়ে বলার মতো আমি কেউ নই।’