লিওনেল মেসি মৌসুম শেষ হতেই পিএসজি ছেড়েছেন। কিলিয়ান এমবাপ্পেও পিএসজি ছাড়তে পারেন গ্রীষ্মকালীন দলবদলেই। মাউরো ইকার্দিকে তো কদিন আগে নিজেরাই গালাতাসারাইয়ের হাতে তুলে দিয়েছে পিএসজি। নতুন কোচ লুইস এনরিকের সঙ্গে নেইমারের পুরোনো রসায়ন অনেককে আশাবাদী করে তুললেও ব্রাজিলিয়ান তারকা যে প্যারিসের ক্লাবটিতে থেকে যাবেন, সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। পিএসজিকে তাই আগামী মৌসুমের দল গোছাতে বিশ্বমানের ফরোয়ার্ডের সন্ধানে নেমে পড়তে হয়েছে।
আক্রমণভাগকে শক্তিশালী করে তোলার কাজটা এরই মধ্যে শুরু করেছে পিএসজি। রিয়াল মাদ্রিদ থেকে মার্কো আসেনসিও ও মায়োর্কা থেকে দক্ষিণ কোরিয়ার তরুণ উইঙ্গার লি কাং-ইনকে নিয়ে এসেছে। ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, হ্যারি কেইনসহ আরও ৬ জনের দিকে হাত বাড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাঁদের একজনকে এবার বুঝি পেয়েই গেল।
দলদলের বাজারে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার ৫ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাঁকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। দেম্বেলে পিএসজিকে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও দাবি করেছেন রোমানো। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো জানিয়েছেন, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দেম্বেলের এজেন্ট মুসা সিসোকোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেম্বেলেকে ধরে রাখার ব্যাপারে তাই কোনো আলোচনাই করতে চান না লাপোর্তা।
সাংবাদিক রোমানো ও রোমেরোর তথ্য ধরে দুইয়ে দুইয়ে চার মেলালে দেম্বেলের পিএসজিতে যাওয়া একরকম নিশ্চিত। পিএসজিও চাইবে আগামীকালের মধ্যেই আনুষ্ঠানিক সেরে ফেলতে। কারণ, ১ আগস্টের পর দেম্বেলেকে কোনো ক্লাব কিনতে চাইলে রিলিজ ক্লজ হয়ে যাবে দ্বিগুণ! মানে, তখন পিএসজিকে দিতে হবে ১০ কোটি ইউরো (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা)।
২০১৭ সালে ১৩ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। কাতালান ক্লাবটির হয়ে ৬ বছরে জিতেছেন ৭টি শিরোপা। তবে আকাশছোঁয়া দামের প্রতিদান সেভাবে দিতে পারেননি দেম্বেলে। প্রায় প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় কাটিয়েছেন মাঠের বাইরে।
বার্সার সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি ছিল দেম্বেলের। মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়ার প্রায় এক বছর আগেই তাঁকে চড়া দামে বিক্রি করতে পারলে পরোক্ষভাবে বার্সারই লাভ। গুঞ্জন আছে, দেম্বেলেকে পিএসজির কাছে বিক্রি করে দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে বের্নার্দো সিলভাকে আনতে আগ্রহী বার্সা কোচ জাভি হার্নান্দেজ।