নেপাল থেকে আরেকবার দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর আড়াইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান।
ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনও করেছেন মেয়েরা। কিছুক্ষণ পরে ছাদ খোলা বাসে বাফুফের উদ্দেশ্যে রওনা দেবে দল।
দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পরও ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানিয়েছিলেন সাবিনাদের।
গতকাল সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মনিকা চাকমার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আমিশা কার্কির গোলে সমতা ফেরায় নেপাল। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।