পেপ গার্দিওলার সঙ্গে তাঁর সম্পর্কটা গুরু-শিষ্যের। কোচ হওয়ার পর জাভি হার্নান্দেজ অকপটেই বলেছেন, গার্দিওলার ফুটবল দর্শনের মতো করেই ফুটবলটা দেখেন তিনি। এবার সেই গুরু গার্দিওলার রেকর্ড ভাঙার সুযোগ জাভির সামনে। আজ সেভিয়ার বিপক্ষে গোল না খেলেই ঘরের মাঠে মৌসুমের প্রথম ১০ ম্যাচে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড গড়বে জাভির বার্সেলোনা।
চলতি মৌসুমে জাভির জাদুতে আবারও লা লিগা জয়ের স্বপ্ন দেখছে কাতালান ক্লাবটি। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগে তালিকার শীর্ষে আছে দলটি। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের পয়েন্টের পার্থক্য ৫।
এই মৌসুমে প্রতিপক্ষের জালে ৩৯ গোল দেওয়া বার্সা গোল খেয়েছে মাত্র ৭টি। বার্সার রক্ষণ ভেঙে প্রতিপক্ষের গোল দেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। ঘরের মাঠে খেলা ৯ ম্যাচে বার্সা গোল খেয়েছে মাত্র ১টি। সেটিও গত বছরের শেষ দিকে কাতালান ডার্বিতে এসপানিওলের বিপক্ষে।
২০১১-১২ মৌসুমে ঘরের মাঠে গার্দিওলার অধীনে দুর্দান্ত ছন্দে ছিল বার্সা। মৌসুমের প্রথম ১০ ম্যাচে মাত্র ২ গোল খেয়েছিল গার্দিওলার দল। তখন অবশ্য প্রথম ৯ ম্যাচে গোল খায়নি গার্দিওলার শিষ্যরা। তবে মৌসুমে ঘরের মাঠের ১০ নম্বর ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে দুই গোল হজম করে গার্দিওলার দল। সেই ম্যাচে যদিও বার্সা জিতেছিল ৪-২ গোলে।
লিগে নিজেদের খেলা শেষ চার ম্যাচেই জিতেছে বার্সা। তবে সেই অর্থে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি তাদের। সেই তুলনায় সেভিয়া তুলনামূলক কঠিন পরীক্ষা নিতে পারে বার্সার। যদিও চলতি মৌসুমে ছন্দে নেই সেভিয়া। আছে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে।
পেদ্রি-গাভিরা সেভিয়াকে হারাতে একটু বাড়তি অনুপ্রাণিতও থাকতে পারেন। কারণ, এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলে পরবর্তী সপ্তাহে দুই দিনের ছুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাভি।