পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পে
পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পে

পিএসজির প্রচারণামূলক ভিডিওতে নেই মেসি–নেইমার, প্রতিবাদ জানালেন এমবাপ্পে

পিএসজির মৌসুমের টিকিটধারীদের ২০২৩–২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে প্রকাশ করা প্রচারণামূলক ভিডিও নিয়ে শুরু হয়েছে তোলপাড়। প্রচারণামূলক এই ভিডিওতে দেখা যায়নি দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও নেইমারকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানা গুঞ্জন। গত কদিন ধরে মেসির ক্লাব ছাড়ার কথাও শোনা যাচ্ছে। আলোচনায় আছে নেইমারের দলবদলও

আর ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ভিডিও নিয়ে পিএসজিকে ধুয়ে দিয়েছেন এই ফরাসি তারকা।

প্রকাশিত ভিডিওটিতে কথা বলতে দেখা যায় এমবাপ্পেকে। যেখানে ফরাসি ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে নিজের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। পাশাপাশি ভিডিওটিতে ম্যাচের অংশ, ভক্ত–সমর্থক ও তরুণ পিএসজি খেলোয়াড়দেরও দেখা যায়।

পিএসজির অনুশীলনে এমবাপ্পে–মেসি

ভিডিওটি দেখে সবার ভ্রু কুঁচকেছে মূলত মেসি ও নেইমারকে না দেখে। অনেক সমর্থক তাঁদের না থাকার মধ্য দিয়ে পিএসজি থেকে মেসি–নেইমারের বিদায়ও দেখে ফেলেছেন।

ভিডিওটিতে এমবাপ্পে বলেন, ‘চারপাশ, মাঠ এবং পরিবেশ...পার্ক দে প্রিন্সেস অনেক কিছুর সঙ্গে যুক্ত। এটা মূলত দ্বাদশ খেলোয়াড়ের কাজ করে। এটা এমন কিছু, যা আমাদেরকে লড়াইয়ের জন্য বাড়তি শক্তি দেয়।’

ভিডিওতে এমবাপ্পে আরও বলেছেন, ‘আমি এখানে কথা বলছি খেলোয়াড়দের পক্ষ থেকে, গোটা ক্লাবের পক্ষ থেকে, যারা এখানে আসতে পারেনি, তাদের পক্ষ থেকে। তাদের দেখাতে চাই যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমরা সব সময় এটা দেখাতে পারি না। আমরা আরও বেশি করতে চাই, সব সময় আরও কিছু করতে পারি। ব্যাপারটা এমন নয় যে আপনারা আমাদের সঙ্গে, মূলত বিষয়টা হচ্ছে আমরা সবাই একসঙ্গে।’

চোটের কারেণ মাঠের বাইরে নেইমার

যদিও ভিডিওটি প্রচারিত হওয়ার পর এটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে। ভিডিওর বাণিজ্যিক ব্যবহার নিয়ে অসন্তুষ্ট এমবাপ্পে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি মাত্র ক্লাবের ২০২৩–২৪ মৌসুমের (টিকিট) পুনঃনবায়নের প্রচারণামূলক ভিডিওটি দেখেছি। আমাকে কখনোই এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এটা মনে হচ্ছে, আমি ক্লাবের বিপণন দিবসে সাধারণ একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, সেটি।’

ভিডিওটি নিয়ে এমবাপ্পে আরও বলেছেন, ‘আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এ কারণেই আমি ব্যক্তিগত ইমেজ–স্বত্ব নিয়ে লড়াই করছি। পিএসজি একটি দারুণ ক্লাব ও ভালো পরিবার। কিন্তু এটা অবশ্যই কিলিয়ান সেন্ট জার্মেই না।’