একের পর এক গোল করেই চলেছেন হ্যারি কেইন
একের পর এক গোল করেই চলেছেন হ্যারি কেইন

রেকর্ডের ঘোড়া ছুটিয়ে শীতকালীন বিরতিতে কেইন

লিগ বদলেছে, ক্লাব বদলেছে, কিন্তু বদলাননি হ্যারি কেইন। বদলায়নি তাঁর গোল করার ধারাও।

জার্মান বুন্দেসলিগায় গত রাতে ভলফসবুর্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ২-১ ব্যবধানে জয়ে দ্বিতীয় গোলটি কেইনের। এর মধ্য দিয়ে ইংলিশ স্ট্রাইকার ভেঙেছেন বুন্দেসলিগার আরেকটি রেকর্ড।

ফক্সওয়াগেন অ্যারেনায় গত রাতে ভলফবুর্গের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন কেইন। বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা এখন ২১, যা কিনা ১৫ ম্যাচ শেষে এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ১৫ ম্যাচ শেষে সর্বোচ্চ ২০ গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এবার লেভার সে রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক।

বুন্দেসলিগার এক মৌসুমে দ্রুততম ২১ গোল করেছেন হ্যারি কেইন

কেইন যেভাবে গোলের ঘোড়া ছুটিয়ে চলেছেন, তাতে বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের করে নেবেন বলে ধারণা করা হচ্ছে। জার্মানির শীর্ষ লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ডটি লেভানডফস্কিরই। ২০২০-২১ মৌসুমে এ কীর্তি গড়েছিলেন লেভা। ভেঙে দিয়েছিলেন ১৯৭১-৭২ মৌসুমে কিংবদন্তি গার্ড মুলারের করা ৪০ গোলের রেকর্ড। সেই রেকর্ড অক্ষত ছিল প্রায় ৪৯ বছর। কিন্তু লেভার রেকর্ড ৩ বছরের মধ্যে হাতছাড়া হয়ে যাবে বলে মনে হচ্ছে।

১৮ দলের বুন্দেসলিগায় প্রতিটি দল সবার সঙ্গে দুবার করে মোট ৩৪ ম্যাচ খেলে। হ্যারি কেইন এখন পর্যন্ত প্রথম ১৫ ম্যাচেই খেলেছেন। বাকি আছে আরও ১৯ ম্যাচ। চোট বা অন্য কোনো কারণে ছিটকে না গেলে আগামী ১৯ ম্যাচেও তিনি খেলবেন, এটা একরকম নিশ্চিত। লেভার রেকর্ড নিজের করে নিতে হলে কেইনকে ১৯ ম্যাচে করতে হবে আরও ২১ গোল।

৩০ বছর বয়সী কেইন বুন্দেসলিগায় এখন পর্যন্ত গড়ে ম্যাচপ্রতি ১.৪০টি করে গোল করেছেন। লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়তে হলে সে তুলনায় আরও কম গড়ে গোল করলেও চলবে—গড়ে ম্যাচপ্রতি ১.১০টি করে। লেভা অবশ্য ২০২০-২১ মৌসুমে ২৯ ম্যাচেই ৪১ গোল করেছিলেন।

নিজের রেকর্ড ভাঙতে কেইনের আরেকটু সময় লাগবে বলে মনে করেন লেভানডফস্কি

কেইনের একের পর এক রেকর্ড ভাঙার খেল দেখে লেভা নিজের প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারেননি। ইংলিশ অধিনায়কের নামের সঙ্গে মিল রেখে ‘হারিকেন’ (ঘূর্ণিঝড়) সম্বোধন করে পোল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘যখন আমি নিজের রেকর্ডের কথা ভাবি, এখনো অবিশ্বাস্য মনে হয়। কখনোই ভাবিনি গার্ড মুলারের রেকর্ড ভেঙে দিতে পারি। এটা ছিল স্রেফ পাগলামি। দ্য হারিকেন অনেক বড় মাপের খেলোয়াড়। বুন্দেসলিগাও সহজ কোনো প্রতিযোগিতা নয়। আমার মনে হয় (রেকর্ডটা ভাঙতে) ওর আরেকটু সময় দরকার।’

এ ম্যাচ দিয়েই বড়দিন ও শীতকালীন বিরতিতে যাচ্ছেন কেইন। নতুন রেকর্ড গড়ে বিশ্রামে যেতে পারায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘যেভাবে চেয়েছিলাম, সেভাবে খেলেই শীতকালীন বিরতিতে যাচ্ছি। বায়ার্নে আমার প্রথম কয়েক মাস খুব ভালো কাটল। এখন আমি বিশ্রাম নিতে চাই। নতুন বছরে আবার ফিরব।’

তবে কাল জয়ের পরও বুন্দেসলিগার পয়েন্ট তালিকার দুইয়েই আছে বায়ার্ন। ১৫ ম্যাচে বাভারিয়ানদের পয়েন্ট ৩৮। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মৌসুমের চমক বায়ার লেভারকুসেন। জাবি আলোনসোর লেভারকুসেন অবশ্য বায়ার্নের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। দারুণ ছন্দে থাকা দলটি গত রাতেও হেসেখেলে জিতেছে, বোখুমকে উড়িয়ে দিয়েছে ৪–০ ব্যবধানে।

এ জয়ে নতুন এক কীর্তি গড়েছে লেভারকুসেন। জার্মানির প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ২৫ ম্যাচ শেষে অপরাজিত তারা। দলটি জিতেছে ২২ ম্যাচ, ড্র করেছে ৩টিতে। এই ২৫ ম্যাচে ৮১ গোল করেছে। অর্থাৎ, গড়ে ম্যাচপ্রতি ৩.২৪টি।

 এদিকে, ইংলিশ লিগ কাপে (কারাবাও কাপ নামে পরিচিত) ওয়েস্ট হাম ৫–১ ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে লিভারপুল। শেষ চারে ইয়ুর্গেন ক্লপের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লন্ডনের ক্লাব ফুলহামকে।