ম্যাচে তখন ৭১ মিনিট। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসর পরিণত হলো দশজনের দলে। এর তিন মিনিট পরই গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ১, আল হিলাল ১।
এরপর নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একজন কম নিয়ে খেলে ৯৮তম মিনিটে আবারও রোনালদোর গোল। আল নাসর ২, আল হিলাল ১।
ঘটনার এখানেই শেষ নয়।
কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন আল নাসর কোচ, ছেড়ে যান ডাগআউট। ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই।
আজ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে এভাবেই একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে রোনালদোর আল নাসরকে।
আর এত সব বাধা–বিঘ্নতার পথ মাড়িয়েই শেষ পর্যন্ত আল হিলালকে ২–১ গোলে আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসর। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে আল নাসরের এটি প্রথম শিরোপা। গত জানুয়ারিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম ট্রফি।