গোলদাতা জশুয়া কিমিখকে ঘিরে বায়ার্ন খেলোয়াড়দের উদ্‌যাপন
গোলদাতা জশুয়া কিমিখকে ঘিরে বায়ার্ন খেলোয়াড়দের উদ্‌যাপন

চ্যাম্পিয়নস লিগ

আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখ ১:০ আর্সেনাল (দুই লেগ মিলিয়ে বায়ার্ন ৩:২ ব্যবধানে জয়ী)

মাত্র একটাই গোল হয়েছে ম্যাচে। ৬৩ মিনিটে জশুয়া কিমিখের সেই গোলেই দরকারি টিকিটটা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ।

দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন। এ নিয়ে ১৩তম বার ইউরোপীয় প্রতিযোগিতার শেষ চারে উঠল জার্মান দলটি।

সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। অন্য সেমিফাইনালে পিএসজি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

গত সপ্তাহে লন্ডনে প্রথম লেগ ২-২ সমতায় শেষ করে আসাই বায়ার্নের জন্য জয়ের মতো ছিল। বিশেষ করে মিউনিখে আর্সেনালকে বড় ব্যবধানে হারানোর পূর্ব-অভিজ্ঞতার কারণে। ২০১৫ ও ২০১৭ সালে বায়ার্নের মাঠে এসে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্সেনাল। এবার অত বেশি নয়, স্বল্প ব্যবধানই ছিল যথেষ্ট।

অবশ্য স্বল্প ব্যবধান গড়তেই টমাস টুখেলের দলকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। শুরু থেকে আর্সেনাল রক্ষণে বেশি মনোযোগ দেওয়ায় বায়ার্ন প্রথম লক্ষ্যে শট রাখতে পেরেছে ২৪তম মিনিটে।

জামাল মুসিয়ালার দূর থেকে নেওয়া আচমকা সেই শট অবশ্য আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া ঝাঁপিয়ে রুখে দেন। ৩১ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মার্টিন ওডেগার্ডের কাছ থেকে পাওয়া বলে যে শটটি তিনি নেন, সেটি সোজা চলে যায় মানুয়েল নয়ারের হাতে।

জশুয়া কিমিখের গোলে জিতেছে বায়ার্ন

গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পরপরই বায়ার্নের গোরেৎস্কার জোরালো হেড ক্রসবারে লাগে। ফিরতি বলে রাফায়েল গেরেইরোর শট আর্সেনাল গোলকিপারের হাতের পর পোস্টে লাগে। তবে গোলের জন্য এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। ৬৪ মিনিটে গেরেইরোর দারুণভাবে বাড়ানো বলে ছুটে গিয়ে হেডে জালে জড়ান কিমিখ। চলতি বছরে এটি তাঁর প্রথম গোল।

ম্যাচের বাকি সময়ে বায়ার্ন, আর্সেনাল কেউই আর গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। ১-০ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতেই সেমিফাইনালে উঠে যায় বায়ার্ন।