ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

মেসিকে নিয়ে অ্যাপলের নতুন তথ্যচিত্র, যা থাকছে সেখানে

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আর আর্জেন্টিনার সাফল্য নিয়ে অ্যাপল টিভির তৈরি করা চার পর্বের তথ্যচিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপল টিভিও হয়তো এতে বেশ উৎসাহ পেয়েছে। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে নিয়ে এবার নতুন তথ্যচিত্র বানাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেসিকে নিয়ে অ্যাপলের তথ্যচিত্রে থাকবে মূলত তাঁর ইন্টার মায়ামিতে নাম লেখানোর পেছনের গল্প আর ক্লাবটিতে প্রথম মৌসুমের পারফরম্যান্স। পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়ার পর এ মৌসুমে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে নাম লেখান।

বেকহাম–ভিক্টোরিয়ার নৈশভোজে মেসি–রোকুজ্জো

বার্সেলোনায় ফেরার একটু সম্ভাবনা ছিল মেসির। একই সঙ্গে ছিল সৌদি আরবের ক্লাব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব। কিন্তু মেসি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। কী কারণে মেসি এমন সিদ্ধান্ত নিয়েছেন, কিছুটা হলেও জানা যেতে পারে তাঁকে নিয়ে তৈরি করতে যাওয়া এ তথ্যচিত্রে।

যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হয়েছে লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে দলকে জেতাতে যোগ করা সময়ের গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পরের তিন ম্যাচেই করেছেন জোড়া গোল। আর সর্বশেষ ম্যাচে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লটের বিপক্ষে এক গোল। সব মিলিয়ে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৮ গোল করেছেন মেসি। এখনো অবশ্য মেজর লিগ সকারে অভিষেক হয়নি আর্জেন্টাইন জাদুকরের।

লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে গোল পাচ্ছেন। মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের তাই সময়টা ভালোই কাটছে। মেসি ও জর্দি আলবাসহ অন্যান্য সঙ্গী-সাথি নিয়ে গিয়েছিলেন নৈশভোজে। সেখানেই তুললেন ছবি

মেসি নাম লেখানোর পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা বেড়েছে ইন্টার মায়ামির। বেড়েছে আয়ও। আয় বেড়েছে মেসিদের খেলা দেখানো অ্যাপলেরও। মেসির প্রথম মৌসুমেই অ্যাপল টিভিতে এমএলএসের খেলা দেখার মৌসুম পাস বিক্রির রেকর্ড হয়েছে।

মেসি আসার পর ইন্টার মায়ামি দ্বিগুণ মৌসুম পাস বিক্রি করেছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট হোর্হে মাস। আর অ্যাপলের মৌসুম পাসের সাবস্ক্রাইবার প্রায় ১০ লাখে পৌঁছে গেছে।

মেসিকে নিয়ে বানাতে যাওয়া নতুন তথ্যচিত্রে তাঁর আসার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে এবং এ–সংক্রান্ত ব্যবসায় কী প্রভাব পড়েছে, সেটাও দেখানো হবে। এ ছাড়া ইন্টার মায়ামিতে প্রথম মৌসুমে তাঁর পারফরম্যান্সের ঝলকগুলোও থাকবে।

তথ্যচিত্রটি কবে প্রকাশ করা হবে, তা এখনো জানায়নি অ্যাপল।