একটি ভুল, একটু পা পিছলানো—এতেই ছিটকে যাওয়ার শঙ্কা শিরোপা লড়াই থেকে। লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল—তিন দলেরই এখন এই অবস্থা। দম ধরে রাখার এই সময়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ব্রাইটনের মাঠে নেমে মিকেল আরতেতার দল ম্যাচ জিতেছে ৩–০ ব্যবধানে।
এর আগে দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪–২ ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। দুই দলের জয়ের পর যে পয়েন্ট তালিকার চেহারা, তাতে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। আর দুইয়ে আছে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট তোলা লিভারপুল, যে দলটি রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলতে নামবে।
ব্রাইটনের মাঠে হওয়া ম্যাচে আর্সেনালকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। গ্যাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল, যা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ম্যাচে আর্সেনালের অপর দুটি গোল আসে ৬২ মিনিটে কাই হাভার্টজ এবং ৮৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার মাধ্যমে।