দুই আবাহনীর নামে মিল থাকলেও পার্থক্য আছে ‘ঢাকা’ ও ‘চট্টগ্রাম’ পরিচয়ে। দলীয় শক্তিতে অবশ্য ঢাকার আবাহনী যোজন ব্যবধানে এগিয়ে। ঢাকার আবাহনী মানে আদি আবাহনী, যেটি আবাহনী লিমিটেড। একসময়ের আবাহনী ক্রীড়া চক্র। অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য তাদের।
আজ কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে আসল আবাহনীর ঐতিহ্য আর শক্তিমত্তারই জয় হয়েছে, স্কোরলাইন ৩–০। চট্টগ্রাম আবাহনী লড়েছে ঠিকই, মাঝেমধ্যে ঢাকা আবাহনীর সীমানায় শঙ্কাও ছড়িয়েছে। কিন্তু ওই পর্যন্তই। পুরো ম্যাচে একবারের জন্যও মনে হয়নি ম্যাচটা ঢাকা আবাহনী হারতে পারে।
একই দিনে গোপালগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডানও। গ্রুপে এখন আবাহনী ও মোহামেডান দুই দলেরই পয়েন্ট ৬ করে। আগামী ১৩ ফেব্রুয়ারি গ্রুপ–সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
ঢাকা আবাহনী আজ পূর্ণ শক্তির দল খেলায়নি। দীর্ঘ মৌসুম বলেই খেলোয়াড় অদলবদল করিয়ে খেলানোর একটা চল শুরু হয়েছে বাংলাদেশের ফুটবলে। আবাহনীর ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও সেন্ট ভিনসেন্টের কর্নেলিয়াস স্টুয়ার্ট আজ খেলেননি। কিন্তু এ দুজনের বদলে যাঁরা খেলেছেন, দলের তিন গোলের দুটিই তাঁদের।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গনসালভেস রোচার গোলে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওদবাগ। ব্রাজিলিয়ান ওয়াশিংটন ফেডারেশন কাপের আগের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তবে আজ চট্টগ্রাম আবাহনীর গোলমুখে ওয়াশিংটনকে কিছুটা বোতলবন্দীই করে রেখেছিলেন দুই অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান ও নাসিরউদ্দিন চৌধুরী। ঢাকা আবাহনীর পাপন সিং মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়েছেন বারবার। আবাহনীর আক্রমণ গড়াতেও ভালো ভূমিকা রেখেছেন।
চট্টগ্রাম আবাহনী কোনো বিদেশি ছাড়াই মাঠে নেমেছিল আজ। গোলকিপার আশরাফুল আলম রানা থেকে শুরু করে রক্ষণে ইয়াসিন, নাসিররা অনেকটা সময়ই দেয়াল তৈরি করে রেখেছিলেন। সঙ্গে ছিলেন ইমরান হোসেন ও কাওসার আলী রাব্বিরা। আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গনসালভেস রোচা বাঁ দিক দিয়ে বারবার ঢুকে পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু সুবিধা করতে পারছিলেন না। নাবিব নেওয়াজ পারেননি নিজের সেরাটা দিতে। বল পেলেও তা বারবার হারিয়েছেন। এমেকা ওদবাগ অবশ্য গনসালভেস রোচাকে ভালোই সহযোগিতা করেছেন। চট্টগ্রাম আবাহনী ম্যাচের শুরুর দিকে ঢাকা আবাহনীর ওপর আক্রমণে ঝাঁপিয়েছিল বেশ কয়েকবার। কিন্তু সত্যিকারের গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
৪৩ মিনিটে ঢাকা আবাহনী ১–০ গোলে এগিয়ে যায়। পাপন সিংয়ের বাড়িয়ে দেওয়া বলে চট্টগ্রাম আবাহনীর ডি–বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে থাকা গনসালভেস রোচা দারুণ ভলিতে গোল করেন। গোলকিপার আশরাফুল আলম ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি বলের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন এমেকা। মাঝমাঠ থেকে প্রায় একক চেষ্টায় বল নিয়ে ঢুকে ডান পাশে দেন মেরাজ হোসেন অপিকে। বক্সের মধ্যে তিনি এমেকাকে পাল্টা পাস বাড়ান। সেটি থেকে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। গোল খাওয়ার পর চট্টগ্রাম আবাহনীর শুরুর ঝাঁজটা মিলিয়ে যায়। যদিও আক্রমণে উঠেছে তারা বারবারই।
দ্বিতীয়ার্ধে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের জায়গায় নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবোলাজি আবুকে মাঠে নামায় তারা। একসময় জাতীয় দলের নিয়মিত ফুটবলার হেমন্তকে বড় প্রতিভাই মনে করা হতো। কিন্তু সময়ের ব্যবধানে তিনি প্রায় হারিয়েই গেছেন। কিংস অ্যারেনার ম্যাচে আজ চট্টগ্রাম আবাহনীর শুরুর একাদশে থাকলেও তাঁকে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময়ই খেলা হয়েছে একপেশে। ম্যাচের ৮২ মিনিটে নীরবতা ভাঙেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওয়াশিংটন। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে গোল করেন তিনি। প্রথমার্ধে ইয়াসিন, নাসিররা এই ব্রাজিলিয়ানকে ঠেকিয়ে রাখলেও এ বেলায় আর পারেননি।
প্রথম ম্যাচে ব্রাদার্সকে ৬–০ গোলে হারানো ঢাকা আবাহনী আজ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের বিপক্ষে। ম্যাচটি হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আগামী ১৩ ফেব্রুয়ারি। আজ দিনের অপর ম্যাচে গোপালগঞ্জে ঢাকা মোহামেডান ২–১ গোলে ব্রাদার্সকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলেছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২–১ গোলে হারিয়েছিল সাদা–কালোরা।