যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই আরেক দুঃসংবাদ। কাতার বিশ্বকাপে মারা গেলেন আরেক সাংবাদিক। খালিদ আল মিসলাম নামের এই সাংবাদিকের দেশ কাতারে। ফটোসাংবাদিক মিসলাম কাতারি টেলিভিশন চ্যানেল ‘আল কাসের’-এর হয়ে কাজ করছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ৪৮ বছর বয়সী সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওয়াহলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। বিশ্বকাপ চলাকালে তিনি সমকামী অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে আলোচিত হয়েছিলেন।
এমনকি বিশ্বকাপ শুরুর আগেও ওয়াহল সমকামীদের অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে দোহার একটি বিশ্বকাপ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। সে সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছিল। তাঁরা তাঁকে কিছুক্ষণের জন্য গ্রেপ্তারও করেছিলেন।
গ্র্যান্ট ওয়াহল মৃত্যুর তিন দিন আগেও একটি পডকাস্টে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করেছিলেন। তাঁর বুকে চাপ ও টান অনুভূত হচ্ছিল। সে সময় তাঁকে কাশির ওষুধ দেওয়া হয়েছিল। এরপর তিনি ‘ভালো বোধ’ করছিলেন।
কাতারি পত্রিকা গালফ টাইমস টুইট করে আল মিসলামের মৃত্যুর খবর জানিয়েছে। যদিও তারা বিস্তারিত কিছু বলতে পারেনি, ‘কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
এদিকে মিসলামের কর্মস্থল আল কাসের টিভি চ্যানেলও তাঁর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তারা কেবল মিসলামের মৃত্যুর খবরটি দিয়েছে।