কাভারস্কেইয়ার উদ্‌যাপন
কাভারস্কেইয়ার উদ্‌যাপন

চ্যাম্পিয়নস লিগ

আয়াক্সকে গোলে ভাসিয়ে শীর্ষেই থাকল নাপোলি

গোল, গোল এবং গোল! এমন পণ করেই যেন মাঠে নেমেছিল নাপোলি। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের মাঠে নাপোলির শুরুটা অবশ্য হয়েছিল গোল খেয়েই। তবে আগে হজম করা সেই গোলের জ্বালা নাপোলি মিটিয়েছে স্বাগতিকদের জালে ৬ বার বল জড়িয়ে।

দারুণ ছন্দে থাকা নাপোলির হয়ে জোড়া গোল করেছেন গিয়াকোমো রাসপাদোরি। একবার করে বল জালে জড়িয়েছেন গিওভান্নি ডি লরেনৎসো, পিতর ইয়েলেনিস্কি, খিচা কাভারস্কেইয়া এবং গিওভান্নি সিমিওনে। ৬-১ গোলের এই জয়ে গ্রুপ ‘এ’তে টানা তিন জয়ে শীর্ষেই থাকল নাপোলি। ইউরোপিয়ান ফুটবলে এটি আয়াক্সের সবচেয়ে বড় হার।

ম্যাচে নাপোলির দাপট বুঝতে গোল ব্যবধানের দিকে তাকানোয় যথেষ্ট। তবে রাতটা আরও ভয়ঙ্কর হতে পারত আয়াক্সের জন্য। ম্যাচে সব মিলিয়ে ২৬টি শট নিয়েছে নাপোলি, যার ১৩টিই ছিল লক্ষ্যে।

জয়ের পর নাপোলি খেলোয়াড়দের উদ্‌যাপন

একাধিকবার স্বাগতিকদের ত্রাতা হয়েছেন গোলরক্ষক রেমকো পাসভের। তবু অর্ধ ডজন গোল খাওয়া থেকে পারেননি দলকে বাঁচাতে।

ঘরের মাঠে ৯ মিনিটেই এগিয়ে যায় আয়াক্স। গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কুদুস। ১৬ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল নাপোলি। তবে সে সুযোগ হাতছাড়া হয়।

পরের মিনিটে অবশ্য ঠিকই গোল শোধ করে নাপোলি। রাসপাদোরির দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। ২৭ মিনিটে নাপোলির দারুণ একটি আক্রমণ রুখে দেন আয়াক্স গোলরক্ষক।

সে যাত্রায় বেঁচে গেলেও ৩৩ মিনিটে ঠিকই লিড নেয় নাপোলি। কাভারস্কেইয়ার মাপা ক্রসে দারুণ এক হেডে গোল করে নাপোলিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি লরেনৎসো।

৪৫ মিনিটে পিতর ইয়েলেনিস্কি নাপোলিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। অনেকটা একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে দারুণ এক শটে করেন লক্ষ্যভেদ।

প্রথমার্ধে একটি গোল করা ছাড়া নাপোলির জন্য খুব বেশি বিপদ তৈরি করতে পারেনি আয়াক্স। মাঝেমধ্যে নাপোলি ডি-বক্সেরে কাছাকাছি গেলেও তা থেকে কোনো সাফল্য আসেনি।

প্রথমার্ধের বড় ব্যবধানে পিছিয়ে যাওয়ার চাপ দ্বিতীয়ার্ধেও সামলাতে পারেনি আয়াক্স। নিজেদের ‍ভুলেই ৪৭ মিনিটে চতুর্থ গোলটি হজম করে তারা। নিজের দ্বিতীয় গোলটি করেন রাসপাদোরি।

জোড়া গোল করা এই ইতালিয়ান তারকা পরে ৬৩ মিনিটে কাভারস্কেইয়াকে অ্যাসিস্ট করেন। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আয়াক্সের দুসান তাদিচ। ১০ জনের আয়াক্সের বিপক্ষে ৮১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে গিওভান্নি। এরপর ব্যবধান আর না বাড়লে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোালি।

অবিশ্বাস্য ছন্দে থাকা নাপোলি সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের তারা ৩ ম্যাচে গোল করেছে ১৩টি। ১২ অক্টোবর ফিরতি লেগের ম্যাচে আয়াক্সকে আতিথ্য দেবে তারা।

রাতের অন্য ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টটেনহাম। আর পোর্তোর মাঠে ২-০ গোলে হেরেছে বেয়ার লেভারকুসেন।