বেঞ্জামিন মেন্ডি
বেঞ্জামিন মেন্ডি

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন ম্যান সিটি ডিফেন্ডার মেন্ডি

ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবলার বেঞ্জামিন মেন্ডি। ছয় মাস ধরে ২৮ বছর বয়সী ফরাসি এই ডিফেন্ডারের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ চলছিল।

তবে একটি ধর্ষণ ও অন্য একটি ধর্ষণচেষ্টার অভিযোগের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ রায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জুরিরা। তাই পরবর্তী সময়ে এই অভিযোগগুলো নিয়ে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু হবে। বিচারকমণ্ডলীতে থাকা ৭ পুরুষ ও ৪ নারী সদস্য সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেছেন।

মেন্ডির মতো আরেক অভিযুক্ত লুইস সাহাও তিনটি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে চেশায়ারের চেস্টার ক্রাউন আদালতের বিচারকেরা তাঁর বিরুদ্ধে করা পাঁচ নারীর ছয়টি ধর্ষণ মামলায় রায় দিতে পারেননি।

মেন্ডি ও তাঁর সহযোগী সাহার বিরুদ্ধে গত বছরের আগস্টের ১০ তারিখ থেকে বিচারকাজ শুরু হয়েছিল। তবে শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন তাঁরা। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এরপর এই লেফটব্যাককে রিমান্ডেও নিয়েছিল পুলিশ। একই মাসে তাঁকে বরখাস্ত করে ম্যান সিটিও। সে বছর নভেম্বরে আরও দুটি ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।