মোহাম্মদ সালাহকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন দিয়োগো দালোত
মোহাম্মদ সালাহকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন দিয়োগো দালোত

সেই অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিল ইউনাইটেড

লিভারপুল ০–০ ম্যানচেস্টার ইউনাইটেড

লিভারপুল ১৩, ম্যানচেস্টার ইউনাইটেড ০—আজকের আগে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সর্বশেষ ৪ ম্যাচে গোলের হিসাব এটি। যেখানে ইউনাইটেডের গোলবন্ধ্যাত্বের বিপরীতে লিভারপুল করেছিল ১৩ গোল।

এর মধ্যে সর্বশেষ ম্যাচে চোখে সর্ষে ফুল দেখেছিল এরিক টেন হাগের দল। ইউনাইটেডকে যে গুনে গুনে ৭ গোল দিয়েছিল লিভারপুল। ইউনাইটেডের যে ছন্নছাড়া দশা, তাতে আজও টেন হাগের দলের বড় পরাজয় দেখছিলেন অনেকে। লিভারপুল ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো তো রেড ডেভিলদের আজও ৭ গোলে উড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে গাকপো ও তাঁর সতীর্থদের সে আশায় এবার গুড়ে বালি।

না, অ্যানফিল্ডে ইউনাইটেড আজ জেতেনি। নিজেরা কোনো গোল করতে পারেনি। তবে লিভারপুলকেও কোনো গোল করতে দেয়নি। ম্যাচের শেষ দিকে দিয়োগো দালোত লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড।

সমালোচনায় জর্জর ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা আজ দুর্দান্ত কিছু সেভ করেছেন

তবু দলটির রক্ষণভাগ দৃঢ় লড়াই করে লিভারপুলকে তাদেরই ডেরায় রুখে দিয়েছে। মহারণতুল্য ম্যাচে গোলশূন্য ড্র করায় পয়েন্ট তালিকার দুইয়েই রয়ে গেল লিভারপুল। ইউনাইটেড আছে সাতে।

এমিরেটসে দিনের আগের ম্যাচে ব্রাইটনকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে আসা আর্সেনাল অন্তত আরও ৫ দিন চূড়ায় থাকা নিশ্চিত করল।

১৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৯, লিভারপুলের ৩৮। মৌসুমের চমক অ্যাস্টন ভিলারও পয়েন্ট ৩৮। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিনে রয়েছে ভিলা। আগামী শনিবার অ্যানফিল্ডেই লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল।