দুটি গোল করেছেন, একটি গোল করিয়েছেন। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে কাদিজের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। অথচ ম্যাচের ২০ মিনিট আগেও নাকি রদ্রিগো জানতেন না, তিনি কাদিজের বিপক্ষে রিয়ালের শুরুর একাদশে খেলবেন।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো বলেছেন, ‘গা গরমের ২০ মিনিট আগে আমি জানতে পেরেছি যে শুরুর একাদশে আছি।’
কাদিজের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না, এমনটাই মনে হয়েছিল রদ্রিগোর। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি মনে করেছিলাম, হাঁটুর ব্যথার জন্য আমাকে বিশ্রাম দেওয়া হবে...কিন্তু আমাকে খেলতে হয়েছে এবং সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’
সবকিছু যে ভালোভাবেই হয়েছে, সেটা ম্যাচের স্কোরশিটের দিকে তাকালেই স্পষ্ট। নিজের গোল দুটি নিয়ে রদ্রিগো বলেছেন, ‘প্রথম গোলটিতে আমার বেশি কিছু করার ছিল না। কারণ, প্রতিপক্ষের দুজন খেলোয়াড় আমার খুব কাছে ছিল। দ্বিতীয় গোলটিতে আমি খুব ভালো শট নিয়েছি। এ গোলটি ছিল প্রতি আক্রমণে এবং বেলিংহাম আমার জন্য জায়গা তৈরি করে দিয়েছে। আমি ড্রিবল করে এগিয়ে গেলাম এবং আরেকটি দুর্দান্ত গোল করলাম।’
রিয়ালের হয়ে খেলা সর্বশেষ তিন ম্যাচে রদ্রিগোর পারফরম্যান্স দুর্দান্ত। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এই ৩ ম্যাচে ৫টি গোল করেছেন, ৪টি গোল করিয়েছেন। নিজের পারফরম্যান্স নিয়ে রদ্রিগো বলেছেন, ‘আমি খুব খুশি। এটা আমার পরিশ্রমের ফল। আমি গোল আর অ্যাসিস্ট করার জন্য কাজ করি। যেভাবে পারি, দলকে সাহায্য করতে চাই। সবকিছু ভালোভাবে হচ্ছে।’
কাদিজের বিপক্ষে এই জয়ের পর ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ১৪ ম্যাচে খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা।