২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়েও।
আগের অবস্থান থেকে ছয় ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩। ১৮.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে যে কটি দেশের উল্লম্ফন ঘটেছে, বাংলাদেশ তাদের অন্যতম। সবচেয়ে বেশি এগিয়েছে লিথুয়ানিয়া (৯ ধাপ)। তাদের অবস্থান এখন ১৩৪। বাংলাদেশের পাশাপাশি ছয় ধাপ এগিয়েছে কসোভো। তাদের অবস্থান ১০৫।
র্যাঙ্কিং তালিকায় শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুইয়ে জয়ে ৯.৮৮ রেটিং পয়েন্ট বেড়েছে মেসিদের। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। এমবাপ্পেদের পয়েন্ট বেড়েছে ১২.৩৫।
আর্জেন্টিনার (১৮৬১.২৯) চেয়ে ৮.১৮ পয়েন্টে পিছিয়ে ফরাসিরা। ব্রাজিল আগের মতো তিন নম্বরে থাকলেও হারিয়েছে ২৫.৪১ পয়েন্ট। ইংল্যান্ড, বেলজিয়াম, পর্তুগালের অবস্থান যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। নেদারল্যান্ডস ও স্পেন আছে যথাক্রমে ৭ ও ৮-এ। ইউরো ২০২০ শিরোপাজয়ী ইতালির অবস্থান নবম। ক্রোয়েশিয়া ১০-এ।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত; গত মাসের মতোই ১০২ নম্বরে আছে দলটি। বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়া মালদ্বীপ ছয় ধাপ পিছিয়ে নেমে গেছে ১৬১ নম্বরে। দুই ধাপ এগিয়ে নেপাল উঠেছে ১৭৩-এ।
ভুটান বাছাইপর্ব থেকে বিদায় নিলেও ফিরতি লেগে হংকংকে হারানোয় দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮২-তে। চার ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে আছে দ্বিতীয় রাউন্ডে ওঠা পাকিস্তান। শ্রীলঙ্কা আছে আগের মতোই ২০২ নম্বরে।
এ মাসে বিশ্বব্যাপী ১৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ফিফা সদস্যদেশগুলো। এর মধ্যে বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ড। বাংলাদেশ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে মালেতে ১-১ গোলে ড্র করে আসার পর ঢাকার কিংস অ্যারেনায় তাদের ২-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে।
সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ড্র করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ২১ নভেম্বর ঢাকায় প্রথম হোম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের।