কোপা দেল রের ট্রফি
কোপা দেল রের ট্রফি

কোপা দেল রে

চতুর্থ স্তরের দল পেল রিয়াল–বার্সা

স্পেনের ঘরোয়া ফুটবল আসর কোপা দেল রের তৃতীয় রাউন্ডের ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। ৩২ দলের এই রাউন্ডে চতুর্থ স্তরের দুই প্রতিপক্ষকে পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল খেলবে আরান্দিনার বিপক্ষে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার প্রতিপক্ষ বারবাস্ত্রো। দুটি ম্যাচটি হবে আগামী ৬ জানুয়ারি, রিয়াল–বার্সাকে ম্যাচ দুটি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। তবে ম্যাচ দুটি কখন শুরু হবে, সেটা জানানো হয়নি।

স্পেনের আরেক ঘরোয়া আসর সুপার কাপের সেমিফাইনালে ওঠা চার দলকে কোপা দেল রের প্রথম দুই রাউন্ড খেলতে হয়নি। মানে, নকআউট এই আসরের তৃতীয় রাউন্ড থেকে তাদের যাত্রা শুরু হচ্ছে। জয়ী দল শেষ ষোলোয় নাম লেখাবে।

কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

রিয়াল, বার্সা ছাড়া স্প্যানিশ সুপার কাপের শেষ চারে ওঠা অন্য দুই দল আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনা। কোপা দেল রে সর্বশেষ আসরের ফাইনালে ওসাসুনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।

তৃতীয় রাউন্ডে ওসাসুনা এবার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তৃতীয় স্তরের দল কাস্তেয়নকে। আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো খেলবে সিডি লুগোর বিপক্ষে। কাস্তেয়নের মতো লুগোও তৃতীয় স্তরের দল।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল কোপা দেল রেতে বেশ পিছিয়ে আছে। ৩১ শিরোপা নিয়ে এই আসরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। কাতালান ক্লাবটি সর্বশেষ ১০ আসরে পাঁচবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

কোপা দেল রে ইতিহাসের সফলতম দল বার্সেলোনা

২৩ বার চ্যাম্পিয়ন হয়ে কোপা দেল রের দ্বিতীয় সফলতম দল অ্যাথলেটিক বিলবাও। রিয়াল চ্যাম্পিয়ন হয়েছে ২০ বার।