মাঠের কোনো অর্জন বা বিসর্জন নয়, গত এক সপ্তাহে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় খবর ছিল দুই কোচের বিদায়ের ঘোষণা। ২৬ জানুয়ারি লিভারপুলের মাধ্যমে ইয়ুর্গেন ক্লপ জানান, চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন তিনি। এর পরদিন লা লিগায় ভিয়ারিয়ালের কাছে বার্সেলোনার হারের পর জাভি হার্নান্দেজও জানান, জুনেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। দুটি শীর্ষ ক্লাবের কোচের বিদায়ের ঘোষণার বাইরে লিগগুলোয় বড় কোনো ওলট–পালট ঘটেনি। আগের সপ্তাহের শীর্ষ দলগুলো এখনো শীর্ষেই আছে।
গত এক সপ্তাহে প্রিমিয়ার লিগের দলগুলো ব্যস্ত ছিল এফএ কাপে। যেখানে জয় তুলে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে। বড় দলগুলোর মধ্যে টটেনহামই শুধু চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছে, ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সিটি।
লা লিগায় জিরোনা, রিয়াল মাদ্রিদ একে অপরকে তাড়া করে চলছেই। আগের সপ্তাহগুলোর মতো এ সপ্তাহেও জিরোনাকে টপকে রিয়াল শীর্ষে উঠেছে, এরপর রিয়ালকে সরিয়ে জিরোনা শীর্ষে উঠেছে। সপ্তাহ শেষে রিয়াল দুইয়ে নেমে গেলেও দলটি জিরোনার তুলনায় এক ম্যাচ কম খেলেছে। স্প্যানিশ লিগে এ সপ্তাহে পিছিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের কাছে হারের পর জাভি দিয়েছেন বিদায়ের ঘোষণা। এরপর আতলেতিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে, বার্সা নেমে গেছে চারে।
সপ্তাহের শেষ দিনে ফিওরেন্তিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে আবারও সিরি ‘আ’ পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে ইন্টার মিলান। ইন্টারের জন্য স্বস্তির দিক, দুইয়ে থাকা জুভেন্টাসের চেয়ে তাদের ম্যাচও একটি কম।
জার্মান লিগের প্রথম দিকে থাকা দুই দল গত সপ্তাহে খেলেছে মোট ৩টি ম্যাচ। এর মধ্যে ইউনিয়ন বার্লিনকে ১–০ আর অগসবুর্গকে ৩–২ গোলে হারিয়ে বায়ার লেভারকুসেনের ওপর চাপ ধরে রেখেছে বায়ার্ন। আর শীর্ষে থাকা লেভারকুসেন গ্লাডবাখের সঙ্গে ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে। যদিও এখনো দুই পয়েন্ট ব্যবধানেই এগিয়ে আছে লেভারকুসেন।
সপ্তাহের শেষ দিনে ব্রেস্তের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে পিএসজি। এরপরও অবশ্য লিগ আঁ পয়েন্ট তালিকায় বড় ব্যবধানেই শীর্ষে আছে কিলিয়ান এমবাপ্পের দল। দ্বিতীয় স্থানে থাকা নিস এখনো পিএসজির চেয়ে ৬ পয়েন্ট পেছনে।