দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো মোহামেডান
দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো মোহামেডান

প্রিমিয়ার ফুটবল লিগ

এগিয়ে গিয়েও জিততে পারল না মোহামেডান

জিন্টু মিয়া বাঁ প্রান্ত থেকে লম্বা এক পাস বাড়ালেন। সুমন রেজা সেটি ধরেই বোকা বানালেন মোহামেডানের ডিফেন্ডারদের। দারুণভাবে বল দিয়ে দেন সোলেমানি ল্যান্ড্রিকে। বুরুন্ডির এই ফরোয়ার্ড তখন একেবারে ফাঁকায়। গোলকিপার সুজন হোসেনের পাশ দিয়ে বল জালে ঠেলে দিতে কোনো ভুল হয়নি তাঁর।

পুরো ম্যাচে মোহামেডানের রক্ষণে বলার মতো সুযোগ একটাই পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৬৪ মিনিটে সেটি থেকেই গোল। আর সেই গোলেই ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়া মোহামেডানের পয়েন্ট কেড়ে নিয়েছে তারা।

ম্যাচের দশম মিনিটে শাহরিয়ার ইমনের দারুণ এক পাসে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম গোলটি পেয়েছেন সোলেমান দিয়াবাতে। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে সেই গোলেই এগিয়ে গিয়েছিল মোহামেডান। এরপর শেখ রাসেলের রক্ষণের বেশ কিছু পরীক্ষা নিয়েছেন মোহামেডানের ফরোয়ার্ডরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শাহরিয়ার ইমন, মোজাফফরভ, ইমানুয়েল সানডে, আরিফ হোসেন আর মানিক মোল্লারা বারবার শেখ রাসেলের রক্ষণের সামনে খেই হারিয়েছেন।

প্রিমিয়ার লিগে একই জায়গায় দাঁড়িয়ে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহামেডান, শেখ রাসেল—দুই দলই। প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শেখ জামাল ধানমন্ডিকে ২–১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে মোহামেডান। সাদা–কালোরাও সেদিন জিতেছিল ২–১ গোলে। আজকের ম্যাচটা জিতে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য ছিল দুই দলেরই।

মোহামেডান সেই লক্ষ্যে এগিয়েও গিয়েছিল। ম্যাচের প্রাধান্য ছিল আলফাজ আহমেদের দলেরই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় জয় পায়নি সাদা–কালোরা। অন্যদিকে শেখ রাসেল যে সাদামাটা মানের ফুটবল আজ খেলেছে, তাতে তারা হয়তো ড্রয়েই খুশি থাকবে ১–১ ড্র শেষে। গোটা ম্যাচে একটা সুযোগই পেয়েছে শেখ রাসেল, সেটিই তারা গোলে পরিণত করতে পেয়েছে। মোহামেডানের রক্ষণও ওই একবারই মনোযোগ হারায়। তারই খেসারত দিতে হয়েছে ঐতিহ্যবাহী দলটিকে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে তারা। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক ভালিজনভ। ২৫ মিনিটেই সমতায় ফেরে রহমতগঞ্জ। রাজনের ক্রস থেকে গোল করেন বোয়েটেং।

ব্রাদার্স অবশ্য ৬৭ মিনিটে আবারও এগিয়ে গিয়েছিল। মিসরের মিডফিল্ডার মোস্তফা মাহমুদের পাস থেকে দারুণ এক সুযোগসন্ধানী গোল করেন বদলি নামা মাহবুবুর রহমান সুফিল। এক সময় জাতীয় দলের নিয়মিত একাদশের দ্রুতগতির এই ফুটবলার এখন খেলছেন ব্রাদার্সে। ৮৮ মিনিট পর্যন্ত ২–১ গোলে এগিয়ে থাকা ব্রাদার্স যখন প্রথম জয়ের স্বপ্ন দেখছে, ঠিক তখনই রক্ষণের ভুলে রহমতগঞ্জকে সমতায় ফেরান সামিন।