ইতিহাস নতুন করে লিখেছে মরক্কো, উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে
ইতিহাস নতুন করে লিখেছে মরক্কো, উঠে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে

০.০১ শতাংশ সম্ভাবনা নিয়ে আসা দলটিই এখন বিশ্বকাপ জিততে চায়

রূপকথার দুর্দান্ত এক গল্প লিখে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে মরক্কো। যে দলকে শুরুতে কেউ হিসাবের মধ্যেই রাখেননি, তারা এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। আগামীকাল শেষ চারের লড়াইয়ে ফ্রান্সকে হারাতে পারলেই মরক্কো পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে।

সেমিফাইনালে ফ্রান্সের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করলেও দলের কোচ ওয়ালিদ রেগরাগুই ট্রফি হাতে নিয়েই থামতে চান। পাশাপাশি আশরাফ হাকিমি বন্ধু কিলিয়ান এমবাপ্পেকে থামাবেন বলেও আত্মবিশ্বাসী মরক্কোর এই কোচ।

বিশ্বকাপের শুরু থেকে দারুণ খেলে সেমিফাইনালে উঠেছে মরক্কো। সবার ধারণা বদলে দিয়ে দারুণ এ সাফল্যে আত্মবিশ্বাসী রেগরাগুই বলেছেন, ‘আমরা এখনো ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়িনি। টুর্নামেন্টের শুরুতে তারা বলেছিল, আমাদের শিরোপা জেতার সম্ভাবনা ০.০১ শতাংশ। আমার ধারণা, তারা এখন আমাদের আরও বেশি দেবে। আমরা সেসব পরিসংখ্যান মাঠে ফেলে এসেছি।’

কোচ রেগরাগুই

তবে এটুকু অর্জনেই আটকে থাকতে চান না এই কোচ। জিততে চান বিশ্বকাপও, ‘আমি মানসিকতার দিক থেকে গভীর পরিবর্তনের আশা করছি। যদি আমরা সেমিফাইনালেই সন্তুষ্ট থাকি, তবে আমরা সেই সীমানা ভাঙতে পারব না। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। এটা পাগলামি মনে হতে পারে, তবে এটাই আমরা খুঁজছি।’

দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি এই ম্যাচে একে অপরের মুখোমুখি হবেন। হাকিমি ও এমবাপ্পে একসঙ্গে পিএসজিতে খেলেন। এমবাপ্পেকে হাকিমির আগে থেকে চেনা বাড়তি কোনো সুবিধা দেবে কি না, জানতে চাইলে রেগরাগুই বলেছেন, ‘তাকে (এমবাপ্পেকে) কেউ ওর (হাকিমি) চেয়ে ভালো জানে না। যে এমবাপ্পের সঙ্গে প্রতিদিন অনুশীলন করে এবং জানে সে কী ধরনের খেলোয়াড়।’

তবে দুজনের লড়াইটা রোমাঞ্চকর হবে বলেই বিশ্বাস রেগরাগুইয়ের, ‘তবে এ লড়াইটা দারুণ হবে। তারা দুজন চ্যাম্পিয়ন, কেউ কাউকে ছাড় দেবে না। আমরা শুধু এমবাপ্পের ওপর মনোযোগ দিচ্ছি না। আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে যাচ্ছি। তবে আশরাফ (হাকিমি) তার বন্ধুকে হারাতে ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করবে।’