জার্মানির নতুন কোচ ইউলিয়ান নাগলসমান
জার্মানির নতুন কোচ ইউলিয়ান নাগলসমান

আবারও ফ্লিকের জুতোয় পা নাগলসমানের

ভাগ্যের কী পরিহাস! হানসি ফ্লিকের ফেলে যাওয়া জুতায় পা গলানো যেন নিয়তি হয়ে দাঁড়াচ্ছে ইউলিয়ান নাগলসমানের! ফ্লিকের শূন্যতা পূরণ করে ২০২১ সালে বায়ার্ন মিউনিখের কোচ হয়েছিলেন তিনি। এবার জার্মানির জাতীয় দলে বরখাস্ত হওয়া ফ্লিকের জায়গা নিলেন নাগলসমান।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগলসমানের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তি আগামী বছরের জুলাই পর্যন্ত। এর মানে ২০২৪ সালের ইউরোর পর ৩৬ বছর বয়সী এই কোচ জার্মানি দল ছাড়তে পারবেন।

এ মাসের শুরুর দিকে জার্মানির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হানসি ফ্লিক

জার্মানির কোচ হওয়ার পর আজ এক বিবৃতিতে নাগলসমান বলেছেন, ‘দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আমাদের। এটা বিশেষ কিছু। এ চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আমার আছে।’ জার্মানির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বার্নড নয়্যানডর্ফ নাগলসমানকে কোচ হিসেবে পেয়ে খুশি, ‘নাগলসমান অসাধারণ একজন কোচ।’

এ মাসের শুরুর দিকে জার্মানির প্রথম কোচ হিসেবে বরখাস্ত হন ফ্লিক। এর আগে জার্মানি দলের ডাগআউটে ১৭ ম্যাচের মাত্র ৪টিতেই এ মাসের শুরুর দিকে জার্মানির জাপানের কাছে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হেরে যাওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশন বরখাস্ত করে ফ্লিককে।

বায়ার্নে ২০২১ সালে ফ্লিকের জায়গা নেওয়া নাগলসমান গত মার্চ থেকেই চাকরিহীন। হফেনহেইম ও লাইপজিগে ভালো কোচিং করিয়ে নজরে আসা নাগলসমানকে গত মার্চে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হন।