রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ—মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিনে এই তিন দলকে দেখে অভ্যস্ত বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা। লা লিগার চিরচেনা সেই পয়েন্ট তালিকটা গত সপ্তাহে হয়ে গিয়েছিল ‘অচেনা’! বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠে গিয়েছিল জিরোনা। তবে এই সপ্তাহে কিছুটা হলেও লা লিগার পয়েন্ট তালিকাকে চেনা রূপ দিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল ভিয়ারিয়ালকে ৪–১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে তারা। তবে জিরোনা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে বার্সেলোনা ও আতলেতিকো।
অন্যদিকে বেশ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। এ সপ্তাহে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২–২ গোলে ড্র করা পেপ গার্দিওলার দল আছে চতুর্থ স্থানে। গতকাল রাতে ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এই দুই দলের ড্র আর ব্রাইটনের বিপক্ষে নিজেদের জয়ের সুবাদে আর্সেনাল উঠে গেছে শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে লিভারপুল ও অ্যাস্টন ভিলা।
বুন্দেসলিগায় জোড়া গোল করে স্টুটগার্টের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে ৩–০ গোলে জেতানোর সঙ্গে গার্ড মুলার ও রবার্ট লেভানডফস্কির একটি রেকর্ড ছুঁয়েছেন হ্যারি কেইন। এই জয়ের পরও অবশ্য শীর্ষে উঠতে পারেনি বায়ার্ন। দ্বিতীয় স্থানে আছে তারা। এখনো বুন্দেসলিগার শীর্ষে বায়ার লেভারকুসেন। ইতালির সিরি ‘আ’তে যথারীতি শীর্ষে আছে ইন্টার মিলান। আর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শীর্ষস্থানে পিএসজি।