বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া

এশিয়াডে জামাল ভূঁইয়ার বদলি চেয়েছে বাফুফে

এশিয়ান গেমসের ফুটবল স্কোয়াড থেকে তিনজন খেলোয়াড়ের বদলি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার মধ্যে সবচেয়ে বড় নাম জামাল ভূঁইয়া। বাকি দুজন মোহাম্মদ ইব্রাহিম ও তাজ উদ্দিন।

তাঁদের বদলে হিসেবে বাফুফে চেয়েছে ঢাকা আবাহনীর মোহাম্মদ হৃদয়, পাপন সিং ও রহমত মিয়াকে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ( বিওএ) চিঠি দিয়েছে বাফুফে।

এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলে তিনজন সিনিয়র নেওয়া যায়। বাংলাদেশ দলে সিনিয়র কোটায় নেওয়া হয় জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম ও মুরাদ হাসানকে। সম্প্রতি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে নাম লিখিয়েছেন জামাল। সামনে তাঁর ক্লাবের খেলা আছে। আর এশিয়ান গেমস যেহেতু অনূর্ধ্ব-২৩ দলের ও ফিফা উইন্ডোর বাইরে, তাই এশিয়াডের জন্য জামালকে পাওয়া যাবে না ধরে নিয়েছে বাফুফে।

জামাল ভূঁইয়া এখন আর্জেন্টিনায় অবস্থান করছেন

অন্যদিকে মোহাম্মদ ইব্রাহিম বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলবেন। মুক্তিযোদ্ধার মিডফিল্ডার তাজ উদ্দিনের চোট। ফলে এই তিনজনের বদলি চেয়েছে বাফুফে।

তবে আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঢাকায় আফগানিস্তানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের বাংলাদেশ দলে আছেন জামাল। ম্যাচের দু–তিন দিন আগে তাঁর ঢাকায় আসার কথা।

এদিকে এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা থাকায় এশিয়াডে তাদের কোনো খেলোয়াড় নেওয়া হয়নি বাংলাদেশ দলে। এএফসি কাপের গ্রুপ পর্বে আবাহনী সুযোগ পেলে তাদের খেলোয়াড়দেরও এশিয়াডে পাওয়া যাবে না ধরে নেয় বাফুফে। তাই আবাহনী ও জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়কে প্রথমে নেওয়া হয়নি এশিয়াডের দলে। আবাহনী থেকে নেওয়া হয়েছিল শুধু ফয়সাল আহমেদ ফাহিমকে। তবে আবাহনী এএফসি কাপের গ্রুপ পর্বে উঠতে না পারায় এখন আবাহনীর হৃদয়, রহমতদের নেওয়া হচ্ছে।

বিওএ সূত্রে জানা গেছে, বাফুফের খেলোয়াড় বদলের আবেদন এশিয়ান গেমস কমিটির কাছে পাঠানো হবে। খেলোয়াড়দের চোট-আঘাত ইত্যাদি বিবেচনায় নিয়ে এ আবেদন গৃহীত হওয়ার সম্ভাবনাই বেশি।
চীনের হাংজু শহরে এবারের এশিয়ান গেমস শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।