চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুই গোলে এগিয়েও জিততে পারেনি আবাহনী লিমিটেড
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুই গোলে এগিয়েও জিততে পারেনি আবাহনী লিমিটেড

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আরেকটি ড্র, আবাহনীর হলোটা কী

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও পয়েন্ট হারিয়েছে আবাহনী লিমিটেড। আজ গোপালগঞ্জে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি আকাশি নীলেরা। মাঠ ছেড়েছে ২-২ গোলে ড্র নিয়ে। একই দিনে পয়েন্ট হারিয়েছে মোহামেডানও। ময়মনসিংহে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাদা–কালোরা।

এই ড্রয়ে লিগ টেবিলে মোহামেডানের পয়েন্ট ৮ ম্যাচে ১৬। সমান ম্যাচে আবাহনীর ১৪। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১। ১৮ ম্যাচের লিগের আট রাউন্ড শেষে নিকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিংস এখন ৫ পয়েন্টে এগিয়ে। আবাহনী-মোহামেডানের আজকের ড্রয়ে লাভ হলো বর্তমান চ্যাম্পিয়নদেরই।

আবাহনীকে আজ দুই গোলের অগ্রগামিতা এনে দিয়েছিলেন সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুর্ট। ৭ মিনিটে তাঁর পেনাল্টি গোলে হয় ১-০। এরপর ৩৬ মিনিটে তিনি দ্বিতীয় গোল করেন। বিরতির আগে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ার ফরোয়ার্ড ডেভিড ফিগু পেনাল্টিতে করেন ২-১। ৫৪ মিনিটে ম্যাচসেরা ফিগুর গোলেই চট্টগ্রাম আবাহনী ২-২ সমতা নিয়ে আসে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আবাহনী আর গোল পায়নি। আরেকটি হতাশা নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।

এবারের লিগে এটি আবাহনীর দ্বিতীয় ড্র। ৮ ম্যাচের মধ্যে ৪টিতে জয় আর ২টিতে হেরেছে তারা। গতবারের রানার্সআপ দলটি এবার প্রায় অর্ধেক ম্যাচ খেলে ফেলার পরও সেরা দুইয়ে ঢুকতে পারছে না।

দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে সুযোগ ছিল কিংসের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার। কিন্তু মৌসুমে আট ম্যাচের চারটিতেই ড্র করেছে তারা। জিতেছে বাকি চারটিতে। লিগে এখন পর্যন্ত মোহামেডানই একমাত্র দল, যারা অপরাজিত। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস একটি ম্যাচে হেরেছে, সেটি মোহামেডানের কাছেই।

ব্রাদার্সের জালে ৪ গোল দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র

আজ দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচসেরা হয়েছেন শেখ রাসেলের সেলেমানি লান্ড্রি। বুরুন্ডির এই স্ট্রাইকার হ্যাটট্রিক করেছেন। লিগে এটি শেখ রাসেলের দ্বিতীয় জয়। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৯। অন্যদিকে শেখ জামালের পয়েন্ট ১০।