দুই বছর আগে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। ‘ছেড়েছিলেন’ না বলে বলা উচিত ‘ছাড়তে বাধ্য হয়েছিলেন’। বার্সেলোনার অর্থনৈতিক দুর্গতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মেসিকে ছেড়ে দিতে হয়েছিল তাদের। কারণ, মেসিকে বেতন দেওয়াটাই কাতালুনিয়ান ক্লাবটির জন্য বড় বিলাসিতা ছিল।
বাধ্য হয়েই চোখের জলে নিজের ‘আঁতুড়ঘর’ ছেড়েছিলেন মেসি। কাঁদতে কাঁদতে বলেছিলেন, তিনি আবার বার্সেলোনায় ফিরবেন কোনো এক সময়। সেই ‘কোনো এক সময়’ উপস্থিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে দুই বছর বাদেই। পিএসজি ছেড়ে মেসি বার্সেলোনায় ফিরবেন কি না, তা নিয়ে এখন জোর আলোচনা ফুটবল দুনিয়ায়।
২০২১ সালে পিএসজিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছেন মেসি। কিন্তু পিএসজির হয়ে তিনি এখন পর্যন্ত সফল নন। টানা দুইবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। এ দুই বছর জিততে পারেনি ফ্রেঞ্চ কাপও। মেসি আর্জেন্টিনার হয়ে ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা জেগেছিল। কিন্তু ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে সেটি নানা কারণে আটকে আছে। মেসি পিএসজিকে নতুন চুক্তির জন্য যে শর্ত দিয়েছেন, সেটি নাকি মানা সম্ভব নয় ফরাসি ক্লাবটির। এমন অবস্থায় মেসির পিএসজি অধ্যায় শেষ হওয়ার উপক্রম। এ সুযোগে বার্সেলোনা তাঁকে আবার ফেরাতে চায়। সে লক্ষ্যে সম্ভাব্য উপায়ও খতিয়েও দেখছে তারা। কিন্তু সেটি কি এতটাই সহজ?
মেসির বার্সেলোনায় ফেরাটা মোটেও সহজ কিছু নয়। এটা স্বীকার করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। কিছুদিন আগে অবশ্য তিনি উচ্ছ্বসিত ছিলেন মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনায়। এখন তাঁর মনে হচ্ছে, কাজটা মোটেও সহজ নয় বার্সেলোনার জন্য। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে অনেক কিছুই করতে হবে। লা লিগার বেতনসীমার যে বাধ্যবাধকতা আছে, সেটি পূরণ করতে হবে। উয়েফার আর্থিক সংগতি নীতির মধ্যে হতে হবে মেসির বেতনকাঠামো।
তেবাস সেটিই বলছেন। আরএমসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস মেসির ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারেননি, ‘মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন। প্রক্রিয়াটা বেশ জটিল।’
মেসির ফেরার পথে আর্থিক ইস্যুই মূল প্রতিবন্ধকতা বলে জানিয়েছেন লা লিগা সভাপতি, ‘দেখুন, বার্সেলোনা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সেলোনার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই। বিষয়টি জটিল তাদের জন্য।’
বার্সেলোনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন তেবাস, ‘বার্সেলোনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। মেসিকে জায়গা করে দিতে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। কারণ, সেটি না হলে বেতনসীমা অতিক্রম করে যাবে। খেলোয়াড়দের বেতন কমাতে হবে। এরপর মেসির বেতন নিয়ে ভাবতে হবে। মেসিকে তো আর যেকোনো অঙ্কের বেতন দেওয়া যাবে না। তাঁর চাহিদা অনুযায়ীই দিতে হবে। মেসির চাহিদা নিশ্চয়ই বেশি হবে।’
পিএসজির সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগে মেসিকে দলে টানতে চাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলালও। সৌদি লিগে মেসি-রোনালদো দ্বৈরথ শুরুর ইচ্ছা তাদের। সে লক্ষ্যে আল-হিলাল মেসিকে বছরে ৪০ কোটি ডলারের একটা প্রস্তাব দিয়েছে। এদিকে মেসির প্রতি আগ্রহী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও। গতকাল খবর এসেছে, প্যারিসে মেসির সঙ্গে নাকি দেখাও করেছেন ইন্টার মায়ামির মালিক ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম।