লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার
লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার

নেইমার যখন রোনালদো!

বিশ্বকাপ–বিরতি শেষে পিএসজির হয়ে নেইমারের মাঠে ফেরাটা মোটেই ভালো হয়নি। পিএসজির হয়ে মাঠে নেমে ১৪ মিনিটেই মারকিনিওসকে দিয়ে গোল করালেও দ্বিতীয়ার্ধে তাঁকে দেখতে হয়েছে লাল কার্ড।

ঘটনাটা অল্প সময়ের মধ্যেই ঘটে গেছে। এক মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান তারকা। স্ত্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে ৬১ মিনিটে হাত দিয়ে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন। পরের মিনিটে হলুদ কার্ড দেখেন ডাইভ দেওয়ার ‘অপরাধে’।

নেইমার হয়তো ভাবতেও পারেননি যে বিশ্বকাপ–বিরতি শেষে পিএসজিতে তাঁর ফেরাটা এমন হবে। এ কারণেই হয়তো মনটা তাঁর একদমই ভালো ছিল না। লাল কার্ডের দুঃখ ভুলতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একটি কাণ্ডই করে বসলেন নেইমার!

ফরাসি পত্রিকা লেকিপের খবর অনুযায়ী, লাল কার্ড দেখে নেইমার প্রথমে ড্রেসিংরুমে চলে যান। এরপর খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছেড়ে গেছেন। ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে যাওয়ার এমন ঘটনা ম্যানচেস্টার ইউনাইটেডে এ মৌসুমে একাধিকবার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রেফারির সঙ্গে তর্ক করছেন নেইমার

এ কারণেই হয়তো ইউরোপের সংবাদমাধ্যম খেলা শেষের আগেই নেইমারের মাঠ ছেড়ে যাওয়ার খবরের শিরোনামটি করেছে এ রকম—নেইমার যখন রোনালদো!

নেইমার লাল কার্ড দেখলেও বিশ্বকাপ–বিরতি শেষে কিলিয়ান এমবাপ্পের ফেরাটা হয়েছে দারুণ। মারকিনিওসের আত্মঘাতী গোলে পয়েন্ট হারাতে বসা পিএসজি জেতাতে যোগ করা সময়ের ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন ফরাসি তারকা।

কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না এমবাপ্পের ফ্রান্সের। আর নেইমারের ব্রাজিল টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে।